মুক্ত সফটওয়্যারের ব্যবহার বাড়াতে বুয়েটের উদ্যেগ |
|
|
Written by Ishtiaque Ahmed
|
রবিবার, 08 জুলাই 2007 |
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে মুক্ত সফটওয়্যারের ব্যবহার বাড়ানোর উদ্যেগ নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) । এ ব্যাপারে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়নের সুপারিশ প্রদানের জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদের ডিন কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আরো রয়েছেন তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান, পুরকৌশল ও যন্ত্রকৌশল বিভাগের প্রদান, আইআইসিটি ও ডিসিইর পরিচালক এবং অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক যোবায়ের বিন আলম ও অধ্যাপক মো. সাইদুর রহমান। ইতিমধ্যে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের একটি ল্যাবকে লিনাক্স ল্যাবে পরিবর্তিত করা হয়েছে এবং বিভাগের বিভিন্ন কোর্সে মুক্ত সফটওয়্যারকে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া বুয়েটের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইসিটি) এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের জন্য যে ইন্টারনেট কেন্দ্র চালু রয়েছে , তা দীর্ঘদিন ধরে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং মোজিলা ফায়ারফক্স সহ পরিচালিত হচ্ছে।
Powered by Azrul's Jom Comment |