মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক�...
অফিসের সার্ভার থেকে অনেক &#-5330;.
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
কাজের একটা পোষ্ট পেলাম । ধ...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
বাংলাদেশের পরিপ্রেক্ষীত&#-5330;.
বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার
মোদের গরব মোদের আশা আমরি म..
উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
There are a lots of software and developer who are working for devel...
কাজের যত মুক্ত সফটওয়্যার
জেন কাট কিভাবে ইন্সটল করব?...
OpenSuse 10.1 লিনাক্সে ব্যবহার করুন একুশে ইউনিজয় লেআ�...
I need help for Ubuntu 8.10. I tried what Omi Bhai says. But it does...

OpenSuse 10.1 লিনাক্সে ব্যবহার করুন একুশে ইউনিজয় লেআউট
Written by Ishtiaque Ahmed   
মঙগলবার, 20 মার্চ 2007

আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন। তবে দেখে থাকবেন লিনাক্সে  “Probhat” নামে বাংলা কি বোর্ড লেআউট আছে। যেটি একটি ফোনেটিক লেআউট। যেমন

k= ক

b= ব বা

m=ম আসে।

তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিজয় কিবোর্ড লেআউট ব্যবহারে অভ্যস্ত। কিন্তু লিনাক্সে বিজয় ব্যবহারের উপায় নেই। তবে আপনি unijoy লেআউটটি ব্যবহার করতে পারেন। যেটি একুশের তৈরী। 

এই লেআউটটি বিজয়ের খুব কাছাকাছি
তাই বিজয় ব্যবহার করে থাকলে এটি ব্যবহারে সমস্যা হবেনা। তবে ছোট পার্থক্য হচ্ছে এতে অক্ষরের পরে ে=কার , ৈ=কার ,ো=কার বা  ি=কার দিতে হয়।


যেমন “কেমন” লেখতে আগে ক = ে = ম = ন

বা কোথায়” ক = ো = থ= া = য় এভাবে

এখন লিনাক্সে যারা ফোনেটিক লেআউট ব্যবহারে অভ্যস্ত না বা স্বাচ্ছন্দ বোধ করেন না তারা এই লেআউটটি ব্যবহার করতে পারেন।

তাদের  সাইট থেকে লেআউটটির সম্পর্কে আরো জানতে পারেন । OpenSuse 10.1 লিনাক্স এ এর ব্যবহারের পদ্ধতি বলছি।বর্তমানে OpenSuse 10.1 ব্যবহার করছি এবং Gnome ডেক্সটপ ব্যবহার করছি।
এবার দেখাযাক কিভাবে ইউনিজয় লেআউট ইনস্টল করলামঃ -

প্রথমে Gnome প্যানেলের Desktop মেনু থেকে YaST Control Center এ ক্লিক করে (বা খুঁজে দেখুন এটি কোথায় আছে kde ব্যবহার করলে)  
YaST Control Center চালু করুন।




চিত্রঃ YaST Control Center


চালু করলে YaST Control Center উইন্ডো থেকে ” Software Management ” এ ক্লিক করুন তাহলে ” Software Management ” উইন্ডো তে
ইন্সটলড আনইন্সটলড সকল সফটওয়্যারের লিস্ট দেখতে পাবেন।




চিত্রঃ YaST Software Management

এবার ” Filter: ” থেকে  ‘Search’ সিলেক্ট করুন তারপর scim লিখে সার্চ করুন। দেখুন scim প্যাকেজটি ইনস্টল করা আছে কিনা।
ইন্সটল করা থাকলে বা পাশে টিক চিহ্ন দেখাবে। না করা থাকলে টিকমার্ক দিয়েদিন। তারপর নিচের Accept বাটনে ক্লিক করুন।
এখন আপনার সুসির সিডি বা ডিভিডি হাতের কাছে রাখুন এগুলো এখন লাগবে। সিডি/ডিভিডি ঢুকিয়ে সেগুলো ইস্টল করুন।

এবার আবার Software management এ ফিরে আসুন।



চিত্রঃ Bangla Language

এবার ” Filter: ” থেকে “Language” সিলেক্ট করুন তাহলে অনেকগুলো language সহ ” bn Bengali ” দেখতে পাবেন।
সেটি সিলেক্ট করুন তবে ডানে ৫টির মত প্যাকেজ দেখতে পাবেন সবগুলো সিলেক্ট করুন বা ” bn Bengali ” তে টিকমার্ক দিন।
এখানে ’scim-m17n’ মূল। এবার আবারো আগের মত “Accept” বাটনে ক্লিক করুন।


চিত্রঃ Accept

এবং সেগুলো সিডি বা ডিভিডি থেকে ইনস্টল করে নিন।

এখন আপনার ‘Gnome pannel’ বা taskbar যাকে বলে তাতে ছোট একটা কিবোর্ড আইকন দেখতে পাবেন। যদি তা দেখতে না পান
তবে Application  menu থেকে system> configuration> SCIM input mathod setup এক্লিক করুন।


এখন বামের Panel > GTK তে ক্লিক করে Mics এর আন্ডারে ’show tray icon’ এ টিক মার্ক দিয়ে দিন। তবে প্যানেল কিবোর্ড আইকনটি দেখতে পাবেন।
হয়তো বা রিস্টার্ট করার প্রয়োজন হতে পারে।


 

 এবার SCIM input mathod setup উইন্ডো থেকে বামের মেনু থেকে IMEngine>Global Setup>

এ ক্লিক করে যেই “Bengali” দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করে ‘M17N-bn-unijoy’ সহ দুটোতেই টিকমার্ক দিয়ে দিন।




এবার যখনই কোন এডিটরে বা কোথাও লেখার কাজ করবেন তখন taskbar থেকে সেই কিবোর্ড আইকনে ক্লিক করে লিস্ট থেকে

Bengali থেকে unijoy সিলেক্ট করুন এবং স্বাচ্ছন্দে লেখুন।

 

মন্তব্যগুলো (4)
bdosn
লিখেছেন mukul on November 9, 2007

সবাইকে সালাম। উবুন্টুতে নূতন হবার ফলে জানা ছিলনা যে, উবুন্টু ইমেজ হিসাবে রাইট করেত হয়। ঢাকা bdosn থেকে ৩টি সিডি আমি নিয়ে আসাই। দূর্ভাগ্য যে, এর দুটিই খারাপ। ১ টি সিডিতে উবুন্টুর লেবেল আছে আর ২ টিই রাইট করা।
বিডিওএসএনের ম্যানেজমেন্ট সম্পর্কে অআমার ধারনা নাই। তবে আমার মনে হয় , এদের সীল করা সিডি দেয়া উচিত। আর অন্তত বিভাগ গুলোতে নিজে না পারলেও কোন সংস্থাকে দিয়ে বিক্রির ব্যবস্থা করা উচিত।
সবশেষে , আমি মুক্ত কর্তৃপক্ষের কাছে ubuntu 7.4 এর ইন্সটলের নিয়ম জানতে চাই, এই সাইটের মাধ্যমে। করন বহু চেষ্টার পর আমি এটা সংগ্রহ করতে পেরেছি।
সবাইকে ধন্যবাদ
tdr
ctg

উবুন্টু ইনস্টলেশন
লিখেছেন Ishtiaque Ahmed (foisal) on November 9, 2007

https://shipit.ubuntu.com/ এ উবুন্টু নতুনটার অর্ডার দিয়েছি। আসলে ভাবছি নতুনটার ইনস্টলেশন গাইড নিয়ে লিখবো তবে আপাতত এই গাইড টি ফলো করে দেখতে পারেন যদি কাজ হয়।
লিন্ক

Bangla or Bengali
লিখেছেন Tanu on November 28, 2007

I think it should be listed as 'Bangla' not 'Bengali'. This is the name of our language.

Need help for writting Bangla in Ubuntu 8.10
লিখেছেন Abu Faisal Ahmed on December 28, 2008

I need help for Ubuntu 8.10. I tried what Omi Bhai says. But it does not work in 8.10. Will you please tell me something about Ubuntu 8.10. I want to use Unijoy in ubuntu because I use unijoy in windows with avro.

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts