Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
বিডিোএসএনের সিডি সংগ্রহ...
উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
The ubuntu cd is not available all over the country, eve...
বিডিওএসএন বের করল ওপেনসোর্স সফটওয়্যারের সিড�...
UBUNTU THE DOES NOT FOUND IN CTG. MARKETING POLICY MUS...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
আপনাদের কে বলছি । কমেন্ট ক...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
অঙ্কুর তো ভালই মাল বানাচ্&#-5330;.
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
তারা কত ফি নিচ্ছে সেটা জান...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
কিন্তু ভাইয়া, ওরা তো মাগনम..

অঙ্কুর বাংলা ওপেনসোর্স ডেভেলপমেন্ট সংস্থা
User Rating: / 4
PoorBest 
Written by Ishtiaque Ahmed   
বুধবার, 20 ডিসেম্বার 2006

প্রারম্ভিক
বাংলাদেশে যে কয়টি ওপেনসোর্স ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এর মধ্যে অঙ্কুর একটি উল্লেখযোগ্য সংস্থা৷ মজার ব্যপার হচ্ছে, এটি'র বেশিরভাগ কার্যক্রমই ঘটে ইন্টারনেটের মাধ্যমে৷ অঙ্কুরের সদস্যগণ ছড়িয়ে আছে উত্তর আমেরিকা, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন স্থানে৷ সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছেন। 

 

 ওপেন সোর্সের বিভিন্ন সফটওয়্যার, স্ক্রীপ্ট ডেভেলপের জন্য৷ কাজ করতে করতেই সবার যোগাযোগ ঘটে ইন্টারনেটের মাধ্যমে; ওখানেই আলোচনা হয় এবং ওখানেই বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়৷ তাই অঙ্কুরের বাস্তব কোন অফিস নেই, নেই কোন অনর্থক আর্থিক ও প্রশাসনিক জটিলতা৷ অঙ্কুর লিন্যাক্স অপারেটিং সিস্টেমের জন্য এর বিভিন্ন সস্তরে বাংলা ভাষা ব্যবহারের পথ প্রশ্বস্ত করেছে৷ বর্তমানে এটি লিন্যাক্সে বিভিন্ন জনপ্রিয় এপ্লিকেশন যেমন: জিনোম, কেডিই, ওপেনওফিস ইত্যাদির ইন্টারফেস অনুবাদের কাজ করে চলেছে৷ এছাড়াও ইউনিকোডভিত্তিক ওপেনটাইপ ফন্ট এবং বাংলাভাষা কেন্দ্রিক বিভিন্ন সফটওয়্যার তৈরির সাথেও এর সদস্যগণ জড়িত৷

অঙ্কুরের বিভিন্ন প্রজেক্টঃ

ডেবিয়ার-ফিডোরা-ম্যানড্রিভা-সুসি অনুবাদকরণ: লিন্যাক্স ডেভেলপের জন্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান লিন্যাক্সে বিভিন্ন সংস্করণ প্রকাশ করেছে৷ প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারের বিভিন্ন অংশ পরিমার্জিত বা পরিবর্তিত করা হয়েছে৷ দেখা গেছে, উক্ত সংস্করণগুলো অঞ্চলভিত্তিক তাদের প্রয়োজন অনুযায়ী জনপ্রিয় হয়েছে৷ এর মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে অঞ্চলভিত্তিক ভাষা ব্যবহারকরণ৷ আর তাই বাঙালীদের কাছে ওপেনসোর্সভিত্তিক লিন্যাক্স অপারেটিং সিস্টেম জনপ্রিয় করার জন্য অঙ্কুরও এগিয়ে এসেছে৷ডেবিয়ান, ফিডোরা, ম্যানড্রিভা ও সুসি হলো চারটি প্রতিষ্ঠান যারা সিডি/ডিভিডি আকারে লিন্যাক্স অপারেটিং সিস্টেম প্রকাশ করে৷ এই প্রকাশনাগুলো "লিনাক্স ডিস্টিবিউশন" নামেও পরিচিত৷ চার প্রতিষ্ঠানের প্রকাশিত লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর রয়েছে চার রকম স্বাদ ৷ প্রত্যেক প্রতিষ্ঠান তাদের লিন্যাক্স ডিস্ট্রিবিউশনের সাথে দিয়ে থাকে নিজস্ব কিছু সফটওয়্যার। যার মধ্যে থাকে ইন্সটলার, সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি ধরনের। এরকম সফটওয়্যারগুলো অনুবাদের ক্ষেত্রে অনুবাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সুতরাং লিনাক্স ব্যবহারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যেটাই হোক না কেন, বাংলা ভাষার সঙ্গ ছাড়া হওয়ার ভয় নেই আর।

 

গনোম ও কেডিই বাংলা অনুবাদ: গনোম ও কেডিই হচ্ছে লিনাক্সে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপসমূহ। বলাবাহুল্য, লিন্যাক্স অপারেটিং সিস্টেমে ডেস্কটপ পরিবর্তন করার সাথে সাথে এর আচার-আচরনও পরিবর্তিত হয়ে যায়৷ উক্ত ডেস্কটপ ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকে আরও অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি। এগুলোর মধ্যে রয়েছে ফাইল ব্যবস্থাপক, ওয়েব ব্রাউজার, অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদিসহ একজন কম্পিউটার ব্যবহারকারীর নিত্যদিনের প্রয়োজনীয় প্রায় সকল সফটওয়্যার। যেগুলোকে হ্যাক করে বঙ্গানুবাদের কাজ করে চলেছে অঙ্কুর৷ এখানে একটি কথা বলে নেয়া ভালো; হ্যাক এবং ক্র্যাক এই দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে৷ ক্র্যাক হচ্ছে কোন সফটওয়্যারের সিকিউরিটি ভেদ করে তার গোপন তথ্য জেনে নেয়া এবং হ্যাক হচ্ছে কোন সফওটয়্যারের সোর্স কোডকে পরিবর্তিত বা পরিমার্জিত করা৷ আর তাই হ্যাক ভালো অর্থে যেমন ব্যবহৃত হতে পারে, আবার খারাপ অর্থেও। গনোম বাংলা অনুবাদের প্রকল্পের সূচনা ২০০৩ সালের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে৷ প্রকল্পের তানিম আহমেদ This e-mail address is being protected from spam bots, you need JavaScript enabled to view it মেইলিং লিস্টে জানুয়ারী মাসের ২৪ তারিখে এক ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় গনোম প্রকল্পের নিকট গনোম বাংলা অনুবাদ প্রকল্প নিবন্ধিকরণের কথা জানান ও দলে দলে সকলকে এই প্রকল্পে যোগদানের অনুরোধ জানান৷ উক্ত প্রকল্পের মূল ল্য ছিলো গনোম-কোর অর্থাৎ গনোমের মূল অংশ অনুবাদ করা। সর্বপ্রথম যে ফাইলটি অনুবাদের মাধ্যমে প্রকল্প নিবন্ধন করা হয়, তা ছিলো GLib। ঐ সময় গনোম ২.১. x সংস্করণের কাজ চলছিল। অন্যদিকে, কেডিই বাংলা অনুবাদ প্রকল্পের সূচনা হয় ২০০৩ সালের শেষ সময়ে। এই ক্ষেত্রেও আগের মেইলিং লিষ্টে সবাইকে একইভাবে অনুরোধ করা হয়৷


ওপেন অফিস বাংলা অনুবাদ: ওপেন অফিস হচ্ছে একটি অফিস স্যুট; যেমনটা মাইক্রোসফটের এমএস অফিস। এর মধ্যে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার ইত্যাদি রয়েছে৷ অন্যভাবে বলা যায়, মাইক্রোসফট অফিসের বিকল্প একটি সফটওয়্যার হচ্ছে ওপেন অফিস যা বিনা পয়সায় পাওয়া যায়৷ এখন পর্যন্ত এর মেনুগুলো শুধু অনুবাদ চলছে ভবিষ্যতে এর সাথে বাংলা স্পেল চেকার যোগ করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন অঙ্কুরের সদস্যরা৷ বর্তমানে এর ২.০ ভার্সনটি পাওয়া যাচ্ছে৷ যে কেউ http://ankurbangla.org/projects/ooo/ থেকে ডাউনলোড করে নিতে পারবেন৷একই সাথে এগিয়ে চলেছে তাদের মুক্ত বাংলা প্রজেক্ট৷ বাংলা লেখার জন্য দরকার আদর্শ ফন্ট। ইউনিকোড ভিত্তিক খুব কম বাংলা ফন্টই আছে যা দ্বারা প্রফেশনাল কাজ করা যায়৷ এর মাঝে অনেকগুলো চড়া দামে কিনে নিতে হয়৷ আর তাই এখানেও অঙ্কুর এগিয়ে এসেছে৷ মুক্তি, আকাশসহ অনেক বাংলা ফন্ট তারা তৈরি করেছে, যা অনেক বাংলা ওয়েবপেজ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে৷

অনুবাদক: ভালো একটি অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন ছিলো একেবারে বাংলা কম্পিউটিংয়ের গোড়া থেকে৷ আর তাই অঙ্কুরের গোলাম মোর্তাজা হোসেন তৈরি করছেন "অনুবাদক" নামক একটি সফটওয়্যার যা দ্বারা ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করা যায়৷ অদূর ভবিষ্যতে এই সফটওয়্যারের কাজ সম্পন্ন হলে বঙ্গানুবাদের কাজ অনেক সহজ হবে বলে আশা করা যায়৷

লাইভ সিডি: অঙ্কুর তাদের পথ চলায় তৈরি করেছে অঙ্কুর লাইভসিডি ২.১০ (কুয়াশা)৷ মূলতঃ তাদের অনুবাদিত সফটওয়্যারগুলো প্রদর্শনের জন্যই তারা এটি ছেড়েছে৷ এটি আসলে একটি লিন্যাক্স অপারেটিং সিস্টেম, যা সরাসরি সিডি থেকে চলে৷ সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটি চালানোর জন্য হার্ডডিস্কে কোন কিছু ইন্সটল করতে হবে না৷ শুধু মাদারবোর্ডের বায়াস থেকে প্রথম বুট সিরিয়ালে সিডি/ডিভিডি রমকে দেখিয়ে দিলেই হয়৷ কম্পিউটার চালু হবার সময় সরাসরি লিন্যাক্স মুডে চলে যায়৷ � ঠিক একইভাবে অঙ্কুরের সিডিটি চালু হয় বাংলা ইন্টারফেসসহ৷লাইভ সিডি'র সমস্যাও রয়েছে৷ একটি হার্ডডিস্কে যে পরিমান সফটওয়্যার রাখা যায়, একটি লাইভ সিডিতে সেই পরিমমান সফটওয়্যার রাখা সম্ভব হয় না৷ স্থানাকূল্যের বিশাল একটা পার্থক্য থাকে৷ আবার একমাত্র সিডি/ডিভিডি রম থেকে চলে বলে এটি অনেক ধীর গতির হয়৷ দ্রুত করা করা সম্ভব হয় না৷ সবচেয়ে বিব্রতকর ব্যপারটি হচ্ছে, ডেটা সিডিতে প্রচুর পরিমানে কমান্ড দেয়ার কারনে সিডি-রম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে৷

সেচ্ছাসেবী
অঙ্কুর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান৷ এর চালিকা শক্তিই হচ্ছে স্বেচ্ছাসেবীবৃন্দ। নতুন স্বেচ্ছাসেবীদেরকে সবসময়ই স্বাগত জানায় অঙ্কুর৷ এখানে যোগ দিতে হলে যে, প্রোগ্রামার হতে হবে এমন কোন কথাই নেই৷ বাংলা ভাষায় মোটামুটি ভালো জ্ঞান এবং যথেষ্ট সময় থাকলে অংশগ্রহণ করা যায় এর অনুবাদ প্রকল্পে৷ আঁকাআঁকিতে সুন্দর হাত থাকলে যোগ দেয়া যায়, 'মুক্ত বাংলা ফন্ট' প্রকল্পে৷ আর যদি সাহিত্যে উৎসাহ না থাকে, তবে যোগ দেয়া যায় 'বাংলা আর্কাইভ' প্রকল্পে৷বর্তমানে অঙ্কুরে জামিল আহমেদ (লাইভ-সিডি, অনুবাদ, ওয়েবসাইট ব্যবস্থাপনা), তানিম আহমেদ (প্রকল্প প্রতিষ্ঠাতা, মূখ্য সমন্বয়কারী), দীপায়ন সরকার (আর্কাইভ, অনুবাদ, CVS ব্যবস্থাপনা) ছাড়াও আছেন আরও অনেকে৷
শেষ
অঙ্কুর একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন বিধায় এর মূল ঘাটি হচ্ছে http://www.ankurbangla.org এবং http://www.benglalinux.org৷ সকলপ্রকার প্রকল্পের সমন্বয় সাধন এবং কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে আলোচনার জন্য রয়েছে This e-mail address is being protected from spam bots, you need JavaScript enabled to view it মেইলিং লিস্ট এসব মেইলিং লিস্টে যোগদানের জন্য রয়েছে http://www.benglalinux.org/lists.php ৷

 

লিখেছেনঃ

Shohag Bhuiyan

http://online-journalism.blogspot.com/


 

মন্তব্যগুলো (0)
মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts