মূল পাতা
খবর
প্রতিবেদন
টিউটোরিয়াল
সফটওয়্যার রিভিউ
অন্যান্য
মুক্ত সম্পর্কে
মুক্ত ব্লগ
- - - - - - -

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টু ৬.০৬ - সহজ লিনাক্স সহজ ইনস্টলেশন
আমি ইন্টারনেট থেকে উবুন্म..
বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার
ধন্যবাদ অমি ভাই আপনার এই প...
মোজিলা'র জন্য অঙ্কুর নিয়ে এলো বাংলা বানান নির�...
অতি দরকারী এবং এক্সাইটিং &#-5330;.
বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার
পরামর্শ দেবার জন্য আমার ই-...
বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার
ইউনিকোড পূর্ববর্তী বাংলা...
উবুন্টু ৬.০৬ - সহজ লিনাক্স সহজ ইনস্টলেশন
আপনার লিখা হইতে লিনাক্স স&#-5330;.
লিনাক্সে উইন্ডোজের হার্ডডিস্ক ড্রাইভ দেখা
লিনাক্স শেখার জন্য ইন্সটम..

মুক্ত হয়ে যাবে অপারেটিং সিস্টেম সোলারিস!
Written by অমি   
বুধবার, 29 নভেম্বার 2006
সান মাইক্রসিস্টেমস্ জাভার সোর্স উন্মুক্ত করার পরে এবার অপারেটিং সিস্টেম সোলারিসের সোর্স উন্মুক্ত করার কথা ভাবছে। এর আগে ২০০৫ সালে সান কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স (CDDL)-এর অধীনে ওপেন সোলারিস প্রজেক্ট ঘোষনা করা হয়। কিন্তু সান এবার GPL (জেনারেল পাবলিক লাইসেন্স) ব্যবহার করার কথা চিন্তা করছে সোলারিসের ক্ষেত্রে।
Read more...
 
জাভা হয়ে যাচ্ছে ওপেন সোর্স
Written by অমি   
বুধবার, 29 নভেম্বার 2006
পৃথিবীর সব সফটওয়্যারই কি ওপেন সোর্স হয়ে যাচ্ছে? বিষয়টা কিছুটা সেরকমই, ওপেন সোর্সের মজা আসলে কেউ ছাড়তে চায় না। পৃথিবীর বাঘা বাঘা সফটওয়্যার কোম্পানীগুলি তাই ওপেন সোর্সের সাথে হাত মিলাচ্ছে। ইউডোরা মাইক্রসফটের দলে এবার যোগ দিলো সান মাইক্রসিস্টেম। এই জাভা বদৌলতেই আমরা আজকে ওপারেটিং সিস্টেম স্বাধীন সফটওয়্যার ব্যবহার করতে পারছি। সান মাইক্রসিস্টেমের জাভা একটি ব্যাপক জনপ্রিয় প্লাটফর্ম। মোবাইল, কম্পিউটার, পিডিএ সবখানে জাভার বিচরন।

গত ১৩ নভেম্বর সান ঘোষনা দিয়েছে এই জাভা’র লাইসেন্স পরিবর্তন করে GPL (General Public License)-এর ২.০ সংস্করণটি ব্যবহার করবে। এই লাইসেন্সটি লিনাক্স উন্নয়নে ব্যবহার হয়ে থাকে এবং সাধারণ মানুষ এর আওতায় বিনামূল্যে সফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং সাথে প্রয়জনমাফিক পরিবর্তন ও পরিবর্তন করে নিতে পারেন সফটওয়্যারটি। এই ঘোষণার ফলে এখন থেকে জাভা স্টেন্ডার্ড এডিশন, মাইক্রো এডিশন, এন্টারপ্রাইজ এডিশন প্লাটফর্মের আগামী সংস্করণগুলি ওপেনসোর্সের আওতায় ছাড়া হবে এবং বিশ্বজুড়ে জাভা ভিত্তিক প্রযুক্তি উন্নয়নকারী, এমনকি সাধারণ ব্যবহারকারীরাও এর উন্নয়নে অংশগ্রহণ করতে পারবেন।
 
লিনাক্স উন্নয়নে মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করছে !!!
Written by অমি   
বুধবার, 29 নভেম্বার 2006
সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে।

উইন্ডোজ যত ভালো ডেস্কটপ অপারেটিং সিস্টেম হোক না কেনো, সার্ভার এন্ডে এন্টারপ্রাইজ লিনাক্সের বিকল্প কিছু জন্ম নেয়নি বলে বিশ্বাস গবেষকদের। এর এই এন্টারপ্রাইজ লিনাক্সের একচেটিয়া বাজার ধরে আছে নোভেল ও রেডহ্যাট। বাজারে শক্ত দখল থাকায় নোভেলের সাথে চুক্তি করেছে এবং নোভেলকেই মাইক্রসফট এই ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। যার মধ্যে লিনাক্সের বিভিন্ন সফটওয়্যার ও স্যলিউশন ব্যবহারের জন্য ২৪০ মিলিয়ন এবং বাকী ১০৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে লিনাক্সের বিভিন্ন প্যাটেন্ট ব্যবহারের জন্য। লিনাক্স ব্যবহার করে মাইক্রসফট তার সফটওয়্যারগুলিকে লিনাক্সের জন্য উন্নয়ন করবে বলে জানিয়েছে।

গত সপ্তাহে নোভেল এবং মাইক্রসফট একসাথে ব্যবসা করার একটি চুক্তি হবার পরে মাইক্রসফট নিজেই লিনাক্সের জন্য সফটওয়্যার উন্নয়নের সিদ্ধান্ত নেয় এবং নোভেলকে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দেবার সিদ্ধান্ত নেয়।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছে যে এই পদ্ধতিতে মাইক্রসফট লিনাক্সকে ধ্বংসের মুখে নিয়ে যাবার বাজি ধরেছে। নোভেলের সাথে যাবতীয় চুক্তি করে মাইক্রসফট শুধু লিনাক্সকেই ধ্বংসই করার চেষ্টা করবে না, সাথে GPL লাইসেন্স লঙ্ঘন করবে।
 
লিনাক্সে চলছে প্লে-স্টেশন ৩
Written by অমি   
বুধবার, 29 নভেম্বার 2006
এই তো বের হলো সনি এন্টারটেইনমেন্টের প্লে-স্টেশন ৩। বিশ্বব্যাপী গেমাররা অধীর আগ্রহে বসে ছিলেন এই গেম কনসোলের জন্য। গেমারদের ক্ষুধা যে মিটিয়ে দিয়েছে প্লে-স্টেশন ৩ তা বোঝা যায় এর বিক্রির পরিমান দেখে। মাত্র দশ দিনের মধ্যে বিক্রি হয়েছে ৮৮ হাজার কনসোল। জনপ্রিয় হবার মূল কারন হলো এর অত্যাধুনিক সব ফিচার আর যার মধ্যে একটি এর লিনাক্স অপারেটিং সিস্টেম। সেল ব্রডব্যান্ড ইঞ্জিনের তৈরী ৩.২ গিগাহার্জ প্রসেসরে সনি চালাচ্ছে টেররা সফটের উন্নয়নকৃত ইয়োলো ডগ লিনাক্স। এই লিনাক্সটি মূলত তৈরী হয়েছিলো পাওয়ার পিসি (ম্যাকে ব্যবহৃত প্রসেসর)-এর জন্য এবং ৪.১ ভার্সন পর্যন্ত ছিলো শুধুই পাওয়ার পিসি'র জন্য উন্নয়ন করা। তবে প্লে-স্টেশন ৩ চলছে ইয়োলো ডগ লিনাক্সের সর্বশেষ সংস্করণ ৫ দিয়ে। এতে রয়েছে অফিস স্যুট হিসেবে রয়েছে ওপেন অফিস ২। এছাড়াও ব্যবহারকারী চাইলে অপারেটিং সিস্টেম পরিবর্তন করে নিজের পছন্দ মতো যে-কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করে চালাতে পারবেন।

ইয়োলো ডগ লিনাক্সের বিষয়টি প্রথমে সনির কর্মকর্তারা প্রকাশ করেনি। তবে ব্যবহারকারীরা অনেয়াসেই Settings > System Settings > Install Other OSs এ গিয়ে অন্য যে-কোনো লিনাক্স ব্যবহার করতে পারবেন। এতে করে প্লে-স্টেশন ৩ এর স্বাভাবিক কর্মকান্ডের কোনো পরিবর্তন হবে না।
 
উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
Written by Ishtiaque Ahmed   
শুক্রবার, 03 নভেম্বার 2006
জনপ্রিয় লিনাক্স অপারেটিং সিস্টেম "উবুন্টু লিনাক্স" বাংলাদেশে বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক BDOSN ।
Read more...
 
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts