BDOSN (Bangladesh Open Source Network) যারা বাংলাদেশের ওপেনসোর্স কার্যক্রম সমূহের সমর্থনকারীএকটি সেচ্ছাসেবী সংগঠন। তারা সম্প্রতি ওপেনসোর্স সফটওয়্যারগুলোর উইন্ডোজ সংস্করণ গুলো উইন্ডোজ ব্যবহার কারীদের ব্যবহারের সুযোগ তৈরী করার লক্ষ্যে ওপেনসোর্স সফটওয়্যারের সিডি ছেড়েছে।
বলার অপেক্ষা রাখেনা ওপেনসোর্স সফটওয়্যারের জনপ্রিয়তা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে তাদেরই যোগ্যতায়। এক্ষেত্রে ব্রাউজার ফায়ারফক্স বা মেইলক্লায়েন্ট থান্ডারবার্ড বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য। আমাদের দেশেও ওপেনসোর্স সফটওয়্যারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশের লিনাক্স ও ওপেনসোর্স সংগঠনগুলোর ভূমিকা উল্ল্যেখযোগ্য। তাই বিডিওএসএন সম্প্রতি অনেকগুলো জনপ্রিয় ওপেনসোর্স সফটওয়্যারের উইন্ডোজ সংস্করনের সংগ্রহ নিয়ে সিডি প্রকাশ করেছে যাতে রয়েছে ফাইল কম্প্রেশন সফটওয়্যার 7 ZIP , ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স , উইন্ডজের নোটপ্যাডের অনুরূপ সফটওয়ার Notepad 2 , পিডিএফ বানানোর সফটওয়্যার PDF Creator , মাল্টিমিডিয়া অডিও ভিডিও প্লেয়ার M Player , VLC Player , ইমেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড সহ আরো অনেক ওপেনসোর্স এ্যাপলিকেশন। এই সবগুলো সফটওয়ার ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা গেলেও অনেকের ইন্টারনেট কানেকশন না ও থাকতে পারে এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এই সিডিটি প্রকাশ করা হয়েছে। শুধু উইন্ডোজ সংস্করনের সফটওয়্যার দেওয়া হয়েছে কারন লিনাক্সে এগুলো সহজলভ্য তবে উইন্ডোজের জন্য তা ডাউনলোড করতে হয়। এছাড়াও সবগুলো সফটওয়্যারের সাথে ওয়েবসাইট লিন্কও দেয়া আছে। বিডিওএসএনের পক্ষ থেকে এখন থেকে এই সিডির সফটওয়্যার গুলির আপডেটেড সংস্করন সহ সিডিটি প্রতিনিয়ত আপডেট করা হবে বলে জানিয়েছেন বিডিওএসএন এর সমন্বয়ক মুনির হাসান। বিডিএএসএন এর সহায়তা কেন্দ্র,২৯১ সোনারগাওঁ রোড, চতুর্থতলা, বিল্ডকম ভবন, ঢাকা এই ঠিকানায় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিকাল ৪টা থেকে সন্ধা ৬টার মধ্যে এই সিডি ৩০ টাকায় সংগ্রহ করা যাবে। চাইলে নিজেদের সিডিতেও এই সফটওয়্যার কপি করে নেয়া যাবে। তথ্যসূত্রঃ বিডিওএসএন ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক ইশতিয়াক আহমেদ (ফয়সাল) মুক্ত রিপোর্টার
Powered by Azrul's Jom Comment |