Login Form






Lost Password?
No account yet? Register

ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ওপেন অফিসের প্রশিক্ষণ
User Rating: / 1
PoorBest 
Written by মুক্ত প্রতিবেদক   
মঙগলবার, 10 জুলাই 2007

বাংলাদেশ এই প্রথমবারের মতে উন্মুক্ত সোর্স কোডভিত্তিক অফিস স্যুট ওপেন অফিসের ওপর প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে আইমেশ মাল্টিমিডিয়া। শুরুতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে এবং পরবর্তী সময়ে এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ওপেন অফিসের আন্তর্জাতিক বিপণন প্রধান জন ম্যাকক্রিশ বলেছেন, এই কোর্সের প্রশিক্ষণার্থীরা কোর্স ম্যাটেরিয়াল হিসেবে পাবেন অন্যান্য উপকরণের সাথে ওপেন অফিসের বৈধ এবং সম্পূর্ণ সংস্করণের সিডি, যা অন্যান্য অফিস প্যাকেজ প্রশিক্ষণে সম্ভব নয়। 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক [বিডিওএসএন] ও অঙ্কুর এই প্রশিক্ষণে আইমেশ মাল্টিমিডিয়াকে সহযোগিতা করছে। আইমেশ মাল্টিমিডিয়া তাদের তাদের মাল্টিমিডিয়া কোর্সে বিনামূল্যে ওপেন অফিস প্রশিক্ষণের সুযোগ দেবে। কোর্সটি পরিচালনা করবেন অঙ্কুর ও বিডিওএসনের সক্রিয় স্বেচ্ছাসেবক এবং ওপেন অফিসের বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মাহে আলম খান।

প্রথম কোর্স শুরু হবে আগামী ১৫ জুলাই।

আইমেশের সাথে যোগাযোগের ঠিকানা: ২৯, সুভাষ বোস এভিনিউ, লহ্মীবাজার, ঢাকা

ফোন: ০১৯১৫৬৭৬৬৯৪

মন্তব্যগুলো (1)
ভাল উদ্দ্যেগ
লিখেছেন Ishtiaque Ahmed Foisal on July 10, 2007

প্রশংসনীয় উদ্যেগ । আমাদের মাইক্রোসফট অফিসের উপর নির্ভরতা কমানো উচিত । দেখুন আমি স্কুল কলেজে কম্পিউটাররে যে পাঠ্যবই পড়েছি তার সবগুলোতে ওয়ার্ডপ্রসেসর হিসেবে মাইক্রোসফট অফিসেরই আলোচনা রয়েছে। তাই এজন্য পাঠ বইতেও ওপেনঅফিসের অন্তর্ভূক্তি প্রয়োজন। আমি জানিনা সরকারী অফিস আদালত গুলোতে কোন ওয়ার্ডপ্রসেসর ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে যারা ওপেনঅফিস নিয়ে কাজ করছেন তারা যদি সেমিনারের আয়োজনের মাধ্যমে ওপেনঅফিসের ফিচার এবং এর কার্যক্ষমতা তুলে ধরেন তাহলে খুব ভালো হবে।

সকলের সাফল্য কামনা করছি।

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts