ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ওপেন অফিসের প্রশিক্ষণ |
|
|
Written by মুক্ত প্রতিবেদক
|
মঙগলবার, 10 জুলাই 2007 |
বাংলাদেশ এই প্রথমবারের মতে উন্মুক্ত সোর্স কোডভিত্তিক অফিস স্যুট ওপেন অফিসের ওপর প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে আইমেশ মাল্টিমিডিয়া। শুরুতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে এবং পরবর্তী সময়ে এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ওপেন অফিসের আন্তর্জাতিক বিপণন প্রধান জন ম্যাকক্রিশ বলেছেন, এই কোর্সের প্রশিক্ষণার্থীরা কোর্স ম্যাটেরিয়াল হিসেবে পাবেন অন্যান্য উপকরণের সাথে ওপেন অফিসের বৈধ এবং সম্পূর্ণ সংস্করণের সিডি, যা অন্যান্য অফিস প্যাকেজ প্রশিক্ষণে সম্ভব নয়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক [বিডিওএসএন] ও অঙ্কুর এই প্রশিক্ষণে আইমেশ মাল্টিমিডিয়াকে সহযোগিতা করছে। আইমেশ মাল্টিমিডিয়া তাদের তাদের মাল্টিমিডিয়া কোর্সে বিনামূল্যে ওপেন অফিস প্রশিক্ষণের সুযোগ দেবে। কোর্সটি পরিচালনা করবেন অঙ্কুর ও বিডিওএসনের সক্রিয় স্বেচ্ছাসেবক এবং ওপেন অফিসের বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মাহে আলম খান। প্রথম কোর্স শুরু হবে আগামী ১৫ জুলাই। আইমেশের সাথে যোগাযোগের ঠিকানা: ২৯, সুভাষ বোস এভিনিউ, লহ্মীবাজার, ঢাকা ফোন: ০১৯১৫৬৭৬৬৯৪
Powered by Azrul's Jom Comment |