অন্কুর স্থাপন করল ওপেনসোর্স লোকালাইজেশন সার্ভার |
Written by Ishtiaque Ahmed
|
শুক্রবার, 13 জুলাই 2007 |
লিনাক্সের বাংলা লোকালাইজেশন কাজকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে এবং বিশ্বব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে অন্কুর স্থাপন করল লোকালাইজেশন সার্ভার । এর মাধ্যমে উক্ত ওয়েবপেজ থেকেই আপনি বিশ্বের যেকোন স্থান থেকেই ওপেনসোর্স অ্যাপলিকেশন গুলোর বাংলা লোকালাইজেশনের কাজে অংশ গ্রহন করতে পারেন।
বেশির ভাগ ওপেনসোর্স এ্যাপলিকেশন গুলোর ক্ষেত্রে লোকালাইজেশনের জন্য PO Translation পদ্ধতি ব্যবহার হয়। যেখানে pidgin_bn.po এধরনের ফাইল থাকে যার ভেতর নির্দিষ্ট প্রোগ্রামটির সকল মেনু বা অপশনের নামগুলো কোন একটি ভাষা বা ইংরেজী ভাষায় দেয়া থাকে আর আপনি সেই নাম বা শব্দগুলো কে বাংলা ভাষায় প্রতিস্থাপিত করতে পারেন।তারপর pidgin_bn.po এর ভেতরের শব্দগুলোর ভাষান্তর সম্পূর্ন হলে সেটির মাধ্যমে উক্ত ওপেনসোর্স প্রোগ্রামটিকে আপনি বাংলা ভাষায দেখতে পাবেন। pidgin_bn.po ফাইল গুলো দিয়ে Translation এর জন্য কিছু ট্রানসলেশন টুল আছে যার মধ্যে poEdit একটি ।
এটি দ্বারা pidgin_bn.po এরকম ফাইলগুলো খুলে লোকালাইজেশনের কাজ করা যায়। তবে অন্কুর যেটা স্থাপন করেছে সেটিও ট্রান্সলেশন টুল তবে সেটি ওয়েব ভিত্তিক নাম হল Pootle এবং এখানে পাওয়া যায় http://translate.sourceforge.net/ এর ফলে বিশ্বের যে কোন স্থান থেকে ওয়েবের মাধ্যেমে যে কেউ এই লোকালাইজেশন কাজে যোগ দিতে পারবে। লিন্কঃ http://www.ankur.org.bd:8080/ অন্কুর লোকালাইজেশন সার্ভারের চিত্রঃ

ইশতিয়াক আহমেদ (ফয়সাল) মুক্ত রিপোর্টার
Powered by Azrul's Jom Comment |