আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

কাজের যত মুক্ত সফটওয়্যার
http://httrack.com সাইটি সম্পরকে আগে &#-5330;.
কাজের যত মুক্ত সফটওয়্যার
লেখা এখন ঠিক করা হয়েছে। হয়...
কাজের যত মুক্ত সফটওয়্যার
লেখার উদ্যোগ নেয়ার জন্য ধ&#-5330;.
উবুন্টু ৮.০৪ হার্ডি হ্যারন রিভিউ
দ্রুত লোড হয় এই কথাটাতো বল...
উবুন্টু ৮.০৪ হার্ডি হ্যারন রিভিউ
Man, this is simply one of the best bangla article on Linux introduc...
উবুন্টু ৮.০৪ হার্ডি হ্যারন রিভিউ
খুব সুন্দর হয়েছে :)
মোজিলা'র জন্য অঙ্কুর নিয়ে এলো বাংলা বানান নির�...
আমি সম্প্রতি ঊবুন্টু ৮.০৪ ...

Download Day - English
উবুন্টু ৬.০৬ - সহজ লিনাক্স সহজ ইনস্টলেশন
Written by Ishtiaque Ahmed   
রবিবার, 27 আগস্ট 2006

বর্তমানে লিনাক্সের যত গুলো ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে উবুন্টু লিনাক্স একটি জনপ্রিয় ডিস্ট্রিবিউশন । কারন হচ্ছে এটি খুবই (user friendly) ব্যবহারকারী বান্ধব । সাধারন ইউজারদের কথা ভেবেই এটি প্রস্তুত করা হয়েছে । উবুন্টুর স্রষ্ঠা হচ্ছেন Mark Shuttleworth যিনি আফ্রিকার প্রথম মহাকাশ নভোচারী । Shuttleworthতার প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল এর সহযোগীতায় একটি উন্নতমানের ডেক্সটপ পরিবেশ তৈরীর কাজে এগিয়ে আসেন । যার ফল স্বরূপ এই উবুন্টু লিনাক্স । উবুন্টু হচ্ছে লাইভ সিডি অর্থাৎ এটি হার্ডডিস্কে ইনস্টল না করেও ব্যবহার করা যাবে । 



উবুন্টুর সাম্প্রতিক সংস্করন হচ্ছে Ubuntu 6.06 LTS (Dapper Drake) । এই LTS এর অর্থ হচ্ছে (Long Term Support) অর্থাৎ এর রিলিজের সময়ের পর হতে সার্ভার সংস্করনে ৫ বছর সিকিউরিটি আপডেট সাপোর্ট এবং ডেক্সটপ সংস্করনে ৩ বছর পাওয়া যাবে । উবুন্টুতে আপনাকে বার বার হার্ডডিস্ক ড্রাইভ মাউন্ট করতে হবেনা লগইন এর পর আপনি আপনার ড্রাইভ গুলোকে ডেক্সটপে দেখতে পাবেন । আপনি যদি লিনাক্সের নতুন ব্যবহারকারী হন তবে উবুন্টু লিনাক্স হতে পারে আপনার প্রথম পছন্দ ।

এবার আসি মূল আলোচনায় । প্রথমে উবুন্টুর সিডি ইমেজ ডাউনলোড করুন http://www.ubuntu.com/download এখান থেকে । আপনি অভিজ্ঞ ব্যবহারকারী না হয়ে থাকলে বা সার্ভার সিডির প্রয়োজন না হলে উবুন্টু ডেক্সটপ সিডিটি ডাউনলোড করুন । এবার প্রয়োজন মত উবুন্টুর iso ডিস্ক ইমেজ ডাউনলোড করুন ।  .iso এক্সটেনশন যুক্ত ইমেজ টি সিডি রাইটিং সফটওয়্যারের সাহায্যে বার্ন করতে হবে । আপনি যে সিডি রাইটিং এ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাতে দেখুন সিডি ইমেজ বা iso ইমেজ বার্ন করার কোন অপশন আছে কিনা । নিরোবার্ন এর ক্ষেত্রে তা হবে "Burn Image to Disk" অপশন টি খুঁজে দেখুন (Backup) সেকশনে পেতে পারেন । অর্থাৎ মূল বিষয় হচ্ছে iso সিডি ইমেজটিকে আপনার সঠিক ভাবে বার্ন করতে হবে , আর যদি ইমেজটিকে বার্ন না করে শুধু সিডিতে কপি করেন তবে ফলাফল হবে শূন্য । এবার iso ইমেজটি সিলেক্ট করে বার্ন করুন । ব্যাস এবার বুটেবল সিডিটি পেয়ে গেলেন ।পূর্ব প্রস্তুতিঃ -

 

#  বায়োসে সিডি হতে বুট করার জন্য সেটিং পরিবর্তন করুন ।

 

#  যদি উইন্ডোজ এবং লিনাক্স পাশাপাশি ব্যবহার করতে চান তবে উবুন্টুর জন্য প্রয়োজনীয় ডিস্ক স্পেস খালি করুন ।উবুন্টুর জন্য আপনার নূন্যতম ১৯২ মেগাবাইট RAM এবং ২ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস প্রয়োজন হবে তবে বেশী হলে ভালো । আর সোয়াপ পার্টিশন বা উইন্ডোজে যাকে বলে ভার্চুয়াল মেমরি ২৫৬ মেগাবাইট হতে হবে তবে মূল RAM এর দ্বিগুন হওয়া ভালো ।

 

#  লিনাক্সের জন্য ext3 এবং swap পার্টিশন আপনি পার্টিশন সফটওয়্যারের সাহায্যে পূর্বেই করতে পারেন অথবা উবুন্টু ইনস্টলেশনের সময়ও করতে পারেন ।এখন আমি উবুন্টুর জন্য মূল এবং সোয়াপ পার্টিশনের জন্য আমার হার্ডিস্কের ৪.৬ গিগাবাইট পার্টিশন খালি করে ডিলিট করে দিচ্ছি । আপনি পার্টিশন সফটওয়্যারের সাহায্যে তা করতে পারেন । এখন এই খালি পার্টিশনের ৪ গিগাবাইট আমি ব্যবহার করব লিনাক্সের মূল ext3 পার্টিশনের জন্য এবং বাকিটা ব্যবহার করব সোয়াপ পার্টিশন হিসেবে ।এবার উবুন্টু ডেক্সটপ লাইভ সিডিটি বুট করুন । বুট হলে কয়েকটি অপশন দেখা যাবে , সেখান থেকে প্রথম অপশন Start or Install Ubuntu তে এন্টার করুন ।

উবুন্টু লোড হবার পর ডেক্সটপে যেই Install আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন । তাহলে এই ইনস্টল উইন্ডোটি ওপেন হবেঃ


চিত্রঃ - ১
Hi : http://static.flickr.com/82/223847591_629879865b_o_d.jpg
এখান থেকে বাংলা সিলেক্ট করুন । আপনি মাত্র ৬টি ধাপ বা পর্যায় উবুন্টু ইনস্টল করতে পারবেন । এটি ১ম ধাপ । এবার "সামনে " ক্লিক করুন

চিত্রঃ - ২
Hi : http://static.flickr.com/89/223847177_a80f9219ed_o_d.jpg
২য় ধাপঃ - এখান থেকে অঞ্চল ঢাকা এবং সময় নির্বাচন করুন । এখানে বাংলাদেশী সময় হচ্ছে BDT (GMT+6:00) । এবার " সামনে " ক্লিক করুন


চিত্রঃ - ৩
HI: http://static.flickr.com/65/223846832_06a8157a6c_o_d.jpg
৩য় ধাপঃ - এখানে কীবোর্ড বিন্যাস বা Layout সিলেক্ট করুন । আমি us সিলেক্ট করলাম । এবার " সামনে " ক্লিক করুন


চিত্রঃ - ৪
HI: http://static.flickr.com/92/223846570_00ecaa4320_o_d.jpg
৪র্থ ধাপঃ - এখানে প্রথম ঘরে আপনার নাম দিন । দ্বিতীয় ঘরে আপনি যে নামে লগইন করতে চান তা দিন । এবার আপনার এ্যকাউন্টির জন্য পাসওয়ার্ড দিন , যা পরবর্তীতে লগইন করতে প্রয়োজন হবে । শেষ ঘরে কম্পিউটারের নাম দিন । এবার " সামনে " ক্লিক করুন

 

চিত্রঃ - ৫
HI: http://static.flickr.com/73/223846356_f8ad3f749a_o_d.jpg


এবার এখানে যে কয়টি অপশন আছে তারথেকে নতুন  ব্যবহারকারী হিসেবে ভূল বা ঝুঁকি এড়াতে " পার্টিশন টেবিল নিজ হাতে সম্পাদন করুন " সিলেক্ট করুন


চিত্রঃ - ৬
HI: http://static.flickr.com/64/223846068_a23054d0da_o_d.jpg
৫ম ধাপঃ - এবার আপনার হার্ডডিস্ক পার্টিশন গুলো দেখা যাবে । এখানে আমি যেই খালি স্পেস ডিলিট করে দিয়েছিলাম তা unallocated হিসেবে দেখাচ্ছে । এখন সেটি সিলেক্ট করে ওপরের new আইকনে ক্লিক করলে এই উইন্ডোটি দেখা যাবে । এখন আমি উবুন্টুর জন্য মূল ext3 পার্টিশন তৈরী করব । তাই ফাইলসিস্টেম থেকে ext3 সিলেক্ট করুন । এবার নতুন আকার থেকে ৪১১৬ মেগাবাইট নিলাম মূল বা রুট পার্টিশনের জন্য । বাকিটা ব্যবহার করব সোয়াপ পার্টিশনের জন্য । এবার + যোগ এ ক্লিককরুন । তাহলে এখন দেখা যাচ্ছে ৪ গিগা বাইটের ext3 পার্টিশন তৈরী হতে যাচ্ছে ।



চিত্রঃ - ৭
HI: http://static.flickr.com/84/223845874_69ed0c301d_o_d.jpg
এবার বাকি unallocated স্পেস সিলেক্ট করে আবার new আইকনে ক্লিক করুন এবার ফাইলসিস্টেম থেকে linux-swap সিলেক্ট করুন এবং বাকি সব কিছু অপরিবর্তিত রাখুন , এবার + যোগ এ ক্লিক করুন । সবকিছু � ঠিক থাকলে এবার " সামনে " ক্লিক করুন ।

 


চিত্রঃ - ৮
HI: http://static.flickr.com/89/223845598_8ae201cd49_o_d.jpg
এখন দেখাযাচ্ছে মাউন্ট পয়েন্ট প্রস্তুতি । মনে রাখবেন লিনাক্স আপনার C ড্রাইভকে কিন্তু C ড্রাইভ দেখাবেনা দেখাবে hdb1 আর বাকি ড্রাইভ গুলো hdb5 থেকে শুরু করে পর্যায়ক্রমে দেখাবে । যেমন এখানে আমার D ড্রাইভ হচ্ছে hdb5 , E = hdb6 । আর সর্বশেষে লিনাক্সের জন্য যে পার্টিশন করব তা দেখাচ্ছে hdb12 এবং  hdb13 হিসেবে ।এবার সব ঠিকঠাক থাকলে  " সামনে " ক্লিক করুন ।

 

৬ষ্ঠ ধাপঃ - এটি হচ্ছে শেষ ধাপ । এখানে দেখা যাবে পার্টিশনের কি পরিবর্তন হতে যাচ্ছে । সব ঠিকঠাক থাকলে Install করুন । ইনস্টল হতে কিছু সময় লাগবে । ইনস্টল হলে সিডি বের করে কম্পিউটার রিবুট করুন ।

রিবুটের পর বুট লোডারে আপনার উইন্ডোজ এবং উবুন্টু সহ বেশ কিছু অপশন দেখা যাবে । প্রথম অপশনটি সিলেক্ট করে এন্টার দিন । উবুন্টু বুট হবার পর লগইন স্ক্রিন আসলে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে উবুন্টু লোড করুন । এখন ডেক্সটপ দেখা যাবে ।

এখন একটা জিনিষ লক্ষ্য করতে পারেন যে আপনি হোম ফোল্ডার ছাড়া অন্যকোথাও ফোল্ডার তৈরী করতে পারছেন না । কারন আপনি রুট ইউজার হিসেবে লগইন করেননি তাই আপনার যথাযথ অনুমতি নেই । তাই আপনাকে রুটইউজার হিসেবে লগইন করতে হবে । আগে System > administration > username and group এ গিয়ে  
show all user and group এ ক্রিক করুন , লিস্ট থেকে root সিলেক্ট করে properties
এ ক্লিক করুন  এখানে password এ মনেরাখার জন্য যেই পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন তা দিয়ে দিন  এবার ok করে বেরিয়ে আসুন ।

 

চিত্রঃ - লগইন উইন্ডো

HI: http://static.flickr.com/97/223845619_a278efba06_o_d.jpg


এবার System > administration > login window তে যান এখানে security বা নিরাপত্তা ট্যাব এ প্রথমে " সরাসরি লগইন সক্রিয় " টিক দিন নীচে Allow local system administrator login এ টিক দিন । এবার উইন্ডোটি বন্ধ করেroot হিসেবে লগইন করুন ।

ব্যাস হয়ে গেল । এবার উপভোগ করুন উবুন্টু লিনাক্স ।

আর লিনাক্সের কোন সমস্যা সম্পর্কে BDLUG (Bangladesh Linux User Group) : http://groups.yahoo.com/group/bdlug/ এ আলোচনা করুন

 

বা লিনাক্স বিষয়ক এই ফোরামেও যোগ দিতে পারেন : http://forum.linux.org.bd/

ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

মন্তব্যগুলো (3)
গ্রাফিক্স সমস্যা।
লিখেছেন ???? on April 13, 2007

আমার গ্রাফিক্স কার্ড এর সফটওয়্যার ড্রাইভার ইন্টেল ৮৪৫ জি। আমি আপনার লেখা প্রসেস অনুসারে উবুন্টু ৬.১০ ইন্সটল করেছি। কিন্তু গ্রাফিক্স ড্রাইভারটি ইন্সটল না থাকায় এক পাশে কালো আসে। ইন্টেল এর ওয়েব সাইট থেকে আমি সফটওয়্যারটির লিনাক্স ভার্সন ডাউনলোড করেছি। কিন্তু তাতে কোন .rpm অথবা .deb ফাইল নেই।মনে হচ্ছে এটিতে সোর্স কোড আসে।আমি এই প্রথম লিনাক্স ব্যবহার করছি। দয়া করে বলবেন কি কেমন করে আমি ওই সফটওয়্যারটি উবুন্টু ৬.১০ তে ইন্সটল করব?

Very good
লিখেছেন K .M YOUSUF on December 20, 2007

আপনার লিখা হইতে লিনাক্স সহজ ইনস্টলেশন পড়ে অনেক উপকৃত হলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।কামাল

বুটিং সমস্যা
লিখেছেন �� �� �� ���� on February 23, 2008

আমি ইন্টারনেট থেকে উবুন্টু ডাউনলোড করেছি। একটি খালি সিডিতে রাইটও করেছি। কিন্তু আমার কম্পিউটারে তা বুট করতে পারছে না। অথচ ল্যপটপে ঠিকই বুট হচ্ছে। সমস্যা কোথায় বুঝতে পারছি না। অবশ্য আমার কম্পিউটার বেশ পুরোনো তবে তাতে আমি ফেডোরা লিনাক্স চালিয়েছি।

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts