আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

GCC (GNU Compiler Collection)
the following command will generate an executable file \"new\". not ...
মুঠোফোনের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম এনড্র�...
bangladesh tritiyo bisher ekti unnoyonshil desh. bortomane deshe eng...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
কারো কাছে যদি ভিডিও ক্যাম&#-5330;.
রিলিজ হল ওপেন অফিস ৩.০
I tried to write someting for mukto forun, There i saw a lots spammi...
Parted Magic দিয়ে হার্ডডিস্ক পার্টিশনিং
Oh its cool . I know 1 is[url=http://www.osalt.com/gparted] Gparted[...
Avi ফরম্যাটের ফাইলকে DVD প্লেয়ারের উপযোগী করা
Its needy thanks
বাংলায় বের হলো মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্ট...
আমি উবুন্টুতে মজিলা থান্म..

লিনাক্সে উইন্ডোজের হার্ডডিস্ক ড্রাইভ দেখা
Written by Ishtiaque Ahmed   
মঙগলবার, 20 মার্চ 2007

আপনি যদি নতুন লিনাক্স ব্যবহারকারী হন বা মাত্র লিনাক্স ব্যবহার শুরু করেছেন। তবে দেখে থাকবেন যে আপনার অন্যান্য হার্ডডিস্ক ড্রাইভ কোথাও দেখা যাচ্ছে না।
কারন লিনাক্সে হার্ডডিস্ক , ইউএসবি বা রিমুভেবল ডিস্ক দেখানো হয় mount করার মাধ্যমে।তবে কিছু কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন startup এর সময় হার্ডডিস্ক মাউন্ট করে থাকে। যেমনঃ Ubuntu Linux , OpenSuse 10.1।

 

তবে OpenSuse 10.1 এর ক্ষেত্রে এভাবে করতে হবেঃ

Gnome মেনু থেকে -

Application > System > Configuration > Gnome Configuration Editor এ ক্লিক করে



চিত্রঃ Gnome Configuration Editor

Gnome Configuration Editor ওপেন করুন তারপর বামের ফোল্ডার গুলো expand করেঃ

/ > System > storage এ এসে

# Display drives with removable media

# Display external drives

# Display internal hard drives


এগুলোতে টিকমার্ক দিয়েদিন আর scsi হার্ডডিস্ক থাকলে scsi অপশন গুলোতেও টিকমার্ক দিয়ে দিন। তার পর সুসি রিস্টার্ট করুন । তবে আপনার ড্রাইভ গুলো দেখতে পাবেন।

 

আর সব লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর ক্ষেত্রেঃ


লিনাক্সে NTFS পার্টিশন মাউন্ট করতে কিছটা সমস্যা আছে, মাউন্ট করলে সম্ভবত রিড অনলি এক্সেস দিবে।

লিনাক্স কিন্তু আপনার হার্ডডিস্ক ড্রাইভ কে C,D,E এভাবে দেখাবে না । লিনাক্স দেখাবে hda,hdb1,hdb2 ,hdb5 এভাবে

[ উল্ল্যেখ্যঃ

primary Master = hda

primary slave = hdb

Secondary Master = hdc

Secondary slave = hdd

]

এখন কিভাবে বুঝবেন কোনটা আপনার ড্রাইভ?

ধরুন আপনার আমার মত লিনাক্সের পার্টিশন গুলো বাদে মোট ৮ টি পার্টিশন আছে।

তবেঃ

C drive টি হবে = hda1

D drive = hda5 [ C drive এর পরের ড্রাইভ গুলো শুরু হবে hda'5' থেকে ]

এরপর বাকি গুলো যথাক্রমে

E drive = hda6

F drive = hda7

G drive = hda8

H drive = hda9

I drive = hda10

J drive = hda11

এভাবে

আর এই hda ,hdb গুলো পাবেন কোথায়?

আপনার লিনাক্সে রুট ' / ' পার্টিশন থেকে এভাবে যান /dev/ সেখানে স্ক্রোল করে দেখবেন এগুলো আছে।

এবার দেখা যাক কি করে এগুলোকে লিনাক্সে মাউন্ট করা যায়




চিত্রঃ ফোল্ডার তৈরী


প্রথমে /mnt/ এ যান সেখানে c, d, e, f, g, h, i, j নামে একয়টি ফোল্ডার তৈরী করুন [ এগুলো মুছবেন না ]

এবার নিচের মত করে কমান্ড গুলো 'স্পেস' সহ টেক্সটফাইলে লিখে রাখুনঃ

mount -t vfat /dev/hda1 /mnt/c

mount -t vfat /dev/hda5 /mnt/d

mount -t vfat /dev/hda6 /mnt/e

mount -t vfat /dev/hda7 /mnt/f

mount -t vfat /dev/hda8 /mnt/g

mount -t vfat /dev/hda9 /mnt/h

mount -t vfat /dev/hda10 /mnt/i

mount -t vfat /dev/hda11 /mnt/j


[ উল্ল্যেখ্যঃ

-t = ফাইল সিস্টেমের ধরন

vfat =ফাইল সিস্টেম

hda = হার্ডডিস্ক primary Master হিসেবে থাকলে ]


এখন ধরে নিচ্ছি রুট হিসেবে লগইন করে আছেন । এবার Terminal ওপেন করে ' mount -t vfat /dev/hda1 /mnt/c ' এই কমান্ডটি দিন স্পেস সহ

এবার /mnt/c/ ফোল্ডারে ঢুকে দেখুন আপনার C ড্রাইভের ফাইলগুলো দেখা যাচ্ছে কিনা! দেখা গেলে বাকি গুলোও একই ভাবে মাউন্ট করুন।

এখন আপনি লিনাক্স রিস্টার্ট করলে এই ড্রাইভ গুলো আনমাউন্ট হয়ে যাবে। পরে আবার লগইইন এর পর আবার সেই কমান্ডদিয়ে হার্ডডিস্ক মাউন্ট করতে হবে।
এখন এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে?

ধরুন আপনি চান লিনাক্স স্টার্ট আপের সাথে সাথেই সবগুলো হার্ডডিস্ক মাউন্ট হয়ে যাবে এবং কোন কমান্ড দেওয়া লাগবেনা
তবেঃ

/etc/ ফোল্ডারে গিয়ে " fstab " ফাইলটি টেক্সট এডিটর দিয়ে ওপেন করুন। তবে সেখানে কিছুটা এরকম কোড দেখতে পাবেন।



চিত্রঃ fstab

ছবি দেখে কনফিউজ হবেন না। ছবিতে সবগুলো hdb দেখাচ্ছে কারণ আমার হার্ডডিস্ক প্রাইমারি স্লেভ হিসেবে আছে এজন্য।

সেখানে আরো কিছু কোড যুক্ত করতে হবেঃ

নিচের কোড গুলো এ্যাড করুন সেখানে

/dev/hda1 /mnt/c vfat defaults 0 0
/dev/hda5 /mnt/d vfat defaults 0 0
/dev/hda6 /mnt/e vfat defaults 0 0
/dev/hda7 /mnt/f vfat defaults 0 0
/dev/hda8 /mnt/g vfat defaults 0 0
/dev/hda9 /mnt/h vfat defaults 0 0
/dev/hda10 /mnt/i vfat defaults 0 0
/dev/hda11 /mnt/j vfat defaults 0 0

আপনার ড্রাইভটি যদি ntfs হয় তবে ৩ নং সারিতে vfat এর যায়গায় ntfs দিয়ে দিন

ব্যাস এর পর থেকে লিনাক্স স্টার্টআপের সময় আপনার ড্রাইভ গুলো মাউন্ট হয়ে যাবে এবং /mnt/ ভেতরের
c, d, e, f, g, h, i, j ফোল্ডার থেকে আপনার হার্ডিস্কের সেই পার্টিশন গুলো এ্যাক্সেস করতে পারবেন।

তবে এইসবের পূর্বে " fstab " ফাইলটির একটি ব্যাকআপ কপি সংরক্ষন করুন।

মন্তব্যগুলো (1)
xp and ubuntu
লিখেছেন rafayat on December 16, 2007

লিনাক্স শেখার জন্য ইন্সটল করে অসুবিধায় পড়ে গেলাম। ডি ড্রাইভে উবুন্টু থাকা অবস্থায় সি ফরমেট করার ফলে, ডি ড্রাইভসহ উবুন্টু দেখা যাচ্ছে না এবং এক্সপি সরাসরি ইন্সটল হচ্ছে। এখানে লিনাক্স ব্যবহারকারী না থাকার ফলে কারো এ সম্পর্কে কোন ধারনাই নাই। বিডিওএসএনের পক্ষ থেকে নূতন ব্যবহারকারীদের এটা জানানো উচিত।
উবুন্টু হার্ডডিস্কে থাকলে কি হার্ডডিস্ক থেকে ইন্সটল করা যায় না (সিডিতে রাইট না করে? ভবিষ্যতে, ডি ড্রাইভে উবুন্টু থাকা অবস্থায় যদি সি ফরমেট করার প্রয়োজন হয়, তখন কি করবো ?
ধন্যবাদ সবাইকে।
রাফায়েত

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts