উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত (ওপেনসোর্স) ঘরানার বাংলা কম্পিউটার অপারেটিং সিস্টেম প্রকাশ করা হয়েছে। ‘উবুন্টু’ নামের এই অপারেটিং সিস্টেমের মোড়ক উন্মোচন করা হয় গতকাল শনিবার ঢাকায় বাংলা একাডেমীর বইমেলায়। লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক উবুন্টুকে বাংলায় সাজিয়েছে অংকুরের স্বেচ্ছাসেবকেরা। উবুন্টুর মোড়ক উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, তিনটি কারণে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
এক. এটি বাংলা ভাষায় তৈরি। ফলে যাঁরা ইংরেজি জানেন না তাঁরা বাংলায় কম্পিউটার ব্যবহার করতে পারবেন। দুই. এটির প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্নুক্ত। ফলে যে কেউ এর পরিবর্তন, পরিমার্জনা, পরিবর্ধন করতে পারবেন। তিন. এটি স্বল্পমূল্যে পাওয়া যাবে বলে দেশের মানুষ ব্যবহার করতে পারবে এবং চোরাই সফটওয়্যার ব্যবহারের আত্মগ্লানি থেকে তাঁরা মুক্তি পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. ইয়াসমিন হক, প্রথম আলোর উপসম্পাদক ও লেখক আনিসুল হক এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান। উবুন্টুর সঙ্গে বাংলায় ওপেন অফিস সফটওয়্যার রয়েছে। ফলে কম্পিউটারে লেখালেখি, হিসাব-নিকাশ, মাল্টিমিডিয়া উপস্থাপনাসহ মাইক্রোসফট অফিসের সব কাজই করা যাবে। এ ছাড়া এর সঙ্গে একই সিডিতে ওয়েবসাইট দেখার জন্য মজিলা ফায়ারফক্স, ই-মেইল আদান-প্রদানের জন্য থান্ডারবার্ড সফটওয়্যার রয়েছে। উবুন্টুর সিডিতে এমপি-থ্রি গান শোনার ও চলচ্চিত্র দেখার সব সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম পেন্টিয়াম-থ্রি মানের কম্পিউটারে চলবে উবুন্টু। উইন্ডোজের পাশাপাশি এটি ইনস্টল করা যাবে। তবে কম্পিউটার চালু করার সময় উইন্ডোজ বা উবুন্টু যেকোনো একটি বেছে নিতে হবে। এ ছাড়া উইন্ডোজে উবুন্টুর সিডি চালিয়ে এতে কী কী আছে তা দেখা যাবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বাংলা উবুন্টু বিতরণ করছে ৪০ টাকার বিনিময়ে। বইমেলায় বিতরণের জন্য সংগঠনটি ইতিমধ্যে বাংলা একাডেমীর কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে।
Powered by Azrul's Jom Comment |