মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
There are a lots of software and developer who are working for devel...
কাজের যত মুক্ত সফটওয়্যার
জেন কাট কিভাবে ইন্সটল করব?...
OpenSuse 10.1 লিনাক্সে ব্যবহার করুন একুশে ইউনিজয় লেআ�...
I need help for Ubuntu 8.10. I tried what Omi Bhai says. But it does...
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
@ নাসির Bhai, :D I a really impressed to read this topic...
GCC (GNU Compiler Collection)
Helpful topic for the novice.
কাজের যত মুক্ত সফটওয়্যার
Thanks মুনির হাসান k for his informative article...
উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্...
উবুন্টু বা লিনাক্সে রুট ই&#-5330;.

মুঠোফোনের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম এনড্রয়েড
Written by ডট কম প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০০৮   
রবিবার, 14 সেপ্টেম্বার 2008
প্রথম যখন মোবাইল ফোন বাজারে আসে, তখন কেউ ভাবেনি যে একদিন এই মোবাইল ফোন কম্পিউটারের সমকক্ষভাবে কাজ করতে পারবে। বর্তমানের স্নার্টফোনগুলো মোটামুটি কম্পিউটারের মতোই কাজ করতে পারে। এ জন্য এগুলোয় রয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম। এ পর্যন্ত জাভা সিমবিয়ান এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমই সব ফোনে দেখা যেত। এবার সার্চ জায়েন্ট গুগল এনড্রয়েড নামে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ছে। গুগলের এ মোবাইল ফোনকে বলা হচ্ছে ম্যাজিক ফোন।
ফিরে দেখা
এনড্রয়েড আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯৯৫ সালের জুলাই মাসে গুগল এনড্রয়েডকে কিনে নেয়। এরপর থেকেই গুগলের মোবাইল ফোন সফটওয়্যার তৈরির একটি গুজব রটে, পরে অবশ্য তা সত্য প্রমাণিত হয়। তবে একটা বিষয় তখনো খোলসা হয়নি যে গুগল কী ধরনের সফটওয়্যার তৈরি করবে। ২০০৬ সালের ডিসেম্বরে প্রথম ওয়ালস্ট্রিট জার্নাল-এ গুগলের মোবাইল ফোনভিত্তিক সফটওয়্যার তৈরির খবর সবার সামনে আসে। কিছুদিন পর আবারও গুজব রটে যে গুগল মোবাইল ফোন তৈরি করছে। এরও কিছুদিন পর আসল খবর জানা যায় যে গুগল আইফোনের মতো কোনো নির্দিষ্ট গ্যাজেট তৈরি করছে না, তারা মোবাইল ফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে। সেপ্টেম্বর ২০০৭ সালে গুগল বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন পেটেন্ট করায়।

এনড্রয়েড
এনড্রয়েড একটি পূর্ণাঙ্গ মোবাইল ফোন অপারেটিং সিস্টেম, যা একটি মোবাইল ফোনের সম্পুর্ণ ক্ষমতা ব্যবহার করে ফোনকে আরও কার্যকর করে তোলে এবং ফোনের মৌলিক কাজ যেমন ফোন করা বা এসএমএস পড়া প্রভৃতি কাজে আরও স্বাচ্ছন্দ্য আনে। এতে একটি মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার দেওয়াই থাকবে, ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী অ্যাপ্লিকেশন যোগ বা সরাতে পারবে। এতে লিনাক্স কার্নেল ব্যবহার করা হয়েছে, তাই একে মোবাইল লিনাক্স নামেও ডাকা হয়। এর নিরাপত্তাব্যবস্থা অন্য যেকোনো মোবাইল অপারেটিং সিস্টেম থেকে অনেক বেশি শক্তিশালী। এটিতে কোনো মোবাইল ভাইরাস আক্রমণ করতে পারবে না। ফলে এ জন্য আলাদাভাবে অ্যান্টি ভাইরাস কিনতে হবে না। এনড্রয়েড মুক্ত সোর্স, ফলে এর সোর্স সংকেত পরিবর্তন করা যায় সহজেই। এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার মোবাইল ফোনকে নিজের মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারে। ফলে তার মোবাইল ইচ্ছা অনুযায়ী চলবে, ফোনের ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে না।

ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স
‘প্রযুক্তি হবে সবার জন্য মুক্ত’ এ ধারণা নিয়ে গঠিত হয়েছে ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স। বর্তমানে পৃথিবীর ১.৫ বিলিয়ন মানুষ টিভি দেখে, ১ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ৩ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, যাকে পৃথিবীর সবচেয়ে সফল ব্যবহারিক পণ্য বলা যায়। উন্নতমানের মোবাইল ফোন মানুষের জীবনকে আরও সহজ করে দেবে। ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স তাদের সদস্যদের নিজেদের মধ্যে প্রযুক্তি ভাগাভাগি করে মোবাইল ফোনের ব্যবহারকে আরও উন্নত এবং বন্ধুবৎসল করে তোলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এই অ্যালায়েন্সে এ পর্যন্ত ৩০টি মোবাইল ফোন ও প্রযুক্তি প্রতিষ্ঠান যোগ দিয়েছে।

বৈশিষ্ট্য
এতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য। এটি ওপেনজিএল ইএসভিত্তিক ২ডি, ভিজিএ এবং থ্রিডি গ্রাফিকস লাইব্রেরি সাপোর্ট করে, ফলে প্রায় সব ধরনের স্নার্ট ফোনেই এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে এসকিউএললাইট সংস্করণ। হ্যান্ডসেটের ওপর ভিত্তি করে এনড্রয়েড মোটামুটি সব ধরনের কানেকশন যেমন জিএসএম, সিডিএমএ, ওয়াইফাই, ইউএমটিএস, ব্লুটুথ প্রভৃতি। এতে এসএমএস, এমএমএস প্রভৃতির সঙ্গে রয়েছে এক্সএমপিপি। এক্সএমপিপির জন্য এতে ব্যবহার করা হয়েছে স্নার্ট নামের জাভা সফটওয়্যার। এনড্রয়েডের নিজস্ব ওয়েব ব্রাউজার রয়েছে, এর নাম ওয়েবকিট। এটির মাধ্যমে মোবাইলে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট দেখা যাবে। এতে জাভা ভার্চুয়াল মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছে ডালভিক ভার্চুয়াল মেশিন। এটি মোবাইলের বিভিন্ন অতিরিক্ত ডিভাইস, যেমন জিপিএস প্রভৃতি নিয়ে সহজেই কাজ করতে পারে।

সফটওয়্যার উন্নয়ন কিট
এনড্রয়েডের নিজস্ব একটি সফটওয়্যার উন্নয়ন কিট রয়েছে, যার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপাররা এনড্রয়েডের জন্য বিভিন্ন তৃতীয়পক্ষের সফটওয়্যার তৈরি করতে পারে। এ সফটওয়্যার কিটটি অনেকটা জাভার একটি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, যা বিনামূল্যে এনড্রয়েডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। এটি শেখার জন্য এবং এটি নিয়ে কাজ করার জন্য এনড্রয়েডের সাইটে অনেক তথ্য ও স্যাম্পল প্রোগ্রামিং সংকেত দেওয়া আছে। যে কেউ যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, যেমন সোসাল নেটওয়ার্কিং, গেম, খবর এবং তথ্যভিত্তিক, বিভিন্ন স্থানভিত্তিক অ্যাপ্লিকেশন ইত্যাদি। আমাদের দেশের ডেভেলপাররাও এতে যোগ দিতে পারেন এবং এনড্রয়েডের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এসব অ্যাপ্লিকেশন তৈরি এবং আউটসোর্সিং করে এ দেশের প্রোগ্রামাররা দেশে বসেই প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারেন।

এনড্রয়েড মোবাইল ফোন অপারেটিং সিস্টেমে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। কম্পিউটারে মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম থাকলেও এত দিন পর্যন্ত মোবাইল ফোনের জন্য তা ছিল না। মুক্ত সোর্স আন্দোলনের ক্ষেত্রে এটি আরেকটি বড় পদক্ষেপ। এনড্রয়েড বাজারে এলে স্নার্ট ফোনের দাম অনেক কমে আসবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এখন শুধু অপেক্ষার পালা, কবে এটি সাধারণের ব্যবহারের জন্য উন্নুক্ত হবে।
মন্তব্যগুলো (1)
amader desh o notun projonmo.
লিখেছেন tamim on November 17, 2008

bangladesh tritiyo bisher ekti unnoyonshil desh. bortomane deshe engrezi shikhkha dea hochche ta jothesto noy. bangladesher shikhkha bebostha ekhono onekta purono ritetei cholchei. amra ki shikhchi ar amader poroborti projonmo ki shikhbe ta nie amar jothesto shondeho royeche.

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts