মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক�...
দারুন লিখেছেন...
GCC (GNU Compiler Collection)
the following command will generate an executable file \"new\". not ...
মুঠোফোনের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম এনড্র�...
bangladesh tritiyo bisher ekti unnoyonshil desh. bortomane deshe eng...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
কারো কাছে যদি ভিডিও ক্যাম&#-5330;.
রিলিজ হল ওপেন অফিস ৩.০
I tried to write someting for mukto forun, There i saw a lots spammi...
Parted Magic দিয়ে হার্ডডিস্ক পার্টিশনিং
Oh its cool . I know 1 is[url=http://www.osalt.com/gparted] Gparted[...
Avi ফরম্যাটের ফাইলকে DVD প্লেয়ারের উপযোগী করা
Its needy thanks

বাংলায় বের হলো মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু
Written by ফেরদৌস আহমেদ তানিন   
মঙগলবার, 06 ফেব্রুয়ারী 2007

উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত (ওপেনসোর্স) ঘরানার বাংলা কম্পিউটার অপারেটিং সিস্টেম প্রকাশ করা হয়েছে। ‘উবুন্টু’ নামের এই অপারেটিং সিস্টেমের মোড়ক উন্মোচন করা হয় গতকাল শনিবার ঢাকায় বাংলা একাডেমীর বইমেলায়। লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক উবুন্টুকে বাংলায় সাজিয়েছে অংকুরের স্বেচ্ছাসেবকেরা। উবুন্টুর মোড়ক উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, তিনটি কারণে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

 

এক. এটি বাংলা ভাষায় তৈরি। ফলে যাঁরা ইংরেজি জানেন না তাঁরা বাংলায় কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

দুই. এটির প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্নুক্ত। ফলে যে কেউ এর পরিবর্তন, পরিমার্জনা, পরিবর্ধন করতে পারবেন।

তিন. এটি স্বল্পমূল্যে পাওয়া যাবে বলে দেশের মানুষ ব্যবহার করতে পারবে এবং চোরাই সফটওয়্যার ব্যবহারের আত্মগ্লানি থেকে তাঁরা মুক্তি পাবেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. ইয়াসমিন হক, প্রথম আলোর উপসম্পাদক ও লেখক আনিসুল হক এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান। উবুন্টুর সঙ্গে বাংলায় ওপেন অফিস সফটওয়্যার রয়েছে। ফলে কম্পিউটারে লেখালেখি, হিসাব-নিকাশ, মাল্টিমিডিয়া উপস্থাপনাসহ মাইক্রোসফট অফিসের সব কাজই করা যাবে। এ ছাড়া এর সঙ্গে একই সিডিতে ওয়েবসাইট দেখার জন্য মজিলা ফায়ারফক্স, ই-মেইল আদান-প্রদানের জন্য থান্ডারবার্ড সফটওয়্যার রয়েছে। উবুন্টুর সিডিতে এমপি-থ্রি গান শোনার ও চলচ্চিত্র দেখার সব সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম পেন্টিয়াম-থ্রি মানের কম্পিউটারে চলবে উবুন্টু। উইন্ডোজের পাশাপাশি এটি ইনস্টল করা যাবে। তবে কম্পিউটার চালু করার সময় উইন্ডোজ বা উবুন্টু যেকোনো একটি বেছে নিতে হবে। এ ছাড়া উইন্ডোজে উবুন্টুর সিডি চালিয়ে এতে কী কী আছে তা দেখা যাবে।

 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বাংলা উবুন্টু বিতরণ করছে ৪০ টাকার বিনিময়ে। বইমেলায় বিতরণের জন্য সংগঠনটি ইতিমধ্যে বাংলা একাডেমীর কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে।

মন্তব্যগুলো (4)
Really kool
লিখেছেন ??????? ????? on February 9, 2007

আমার খুব ভাল মনে হল।

উবুন্টু ভাল
লিখেছেন Ferdaus Al Amin on February 10, 2007

উবুন্টু ভাল তবে আমি এ পর্যন্ত ডায়াল আপ ফিচারটি কাজ করাতে পারিনি।

উবুন্টু চমৎকার,তবে তুলনামুলক ধীরে চলে
লিখেছেন aman on March 1, 2007

আমি প্রথম যখন উবুন্টু (৬.০.৬ ইনস্টল করি i felt so great, it is simply a wow!! I was overwhelmed at its completeness. ইনস্টলেশন থেকে শুরু করে বাংলায় কাজ করা।... সবকিছু এত সাবলিল !! তবে আমার কনফিগারেশনে (পি৪ইই‌-৩গি.হা,৫১২রাম এটার রেসপন্স ধীর লেগেছে। আমার মনে হয় ডেবিয়ান কিছুটা ধীর GUI ব্যবহারে, কারন সিম্পলি মেপিস পরশু ইনস্টল করলাম,সেটাও স্লো । এদিক দিয়ে ভেক্টর লিনাক্স (www.vectorlinux.com) খুবই ফাস্ট। কেউ try করতে পারেন। এটা slackware based.

থান্ডারবার্ড নিয়ে সমস্যা
লিখেছেন ����͚�� on November 9, 2008

আমি উবুন্টুতে মজিলা থান্ডারবার্ড ব্যবহার করি। কিন্তু সেটিতে যথাযথভাবে কনফিগার করার পর ইমেইল সেন্ড বা রিসিভ করা যাচ্ছে না। এজন্য একবার আনইনস্টল করে পরে আবার ইনস্টল করেছি। কিন্তু কোনো লাভ হয় নি। কী করবো জানাবেন?

আরেকটি বিষয়। অ্যাড-রিমুভ প্রোগ্রাম বা প্যাকেজ ম্যানেজার ব্যবহার না করে আলাদাভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করে সেটি উবুন্টুতে ইনস্টল করার উপায় কী?

আপনাকে ধন্যবাদ।

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts