উবুন্টু লিনাক্স হচ্ছে একটি জনপ্রিয় লিনাক্স ডিস্টিবিউশন। ব্যবহারকারী বান্ধব, দীর্ঘমেয়াদি সেবা (Long Term Support), সহজ এ্যাপলিকেশন প্যাকেজ ম্যানেজমেন্ট সহ আরো বিভিন্ন কারনে এটি অধিক সংখ্যক কম্পিউটার ব্যাবহারকারীর দৃষ্টি আকর্ষনে সমর্থ হয়েছে।উবুন্টুর আরেকটি উল্ল্যেখযোগ্য বৈশিষ্ট হল ৬মাস অন্তর অন্তর উবুন্টুর নতুন সংস্করণ রিলিজ হয়,যেখানে অন্য লিনাক্স ডিস্টিবিউশন গুলো বছরে একবার আপডেট সংস্করণ রিলিজ করে। উবুন্টু ছয় মাস অন্তর অন্তর রিলিজ হওয়ায় ব্যবহারকারীরা এ্যাপলিকেশন সমূহের সর্বশেষ আপডেট সংস্করণ ব্যাবহার করতে পারে।
উবুন্টুর পূর্ববর্তী রিলিজ গুলো হল কোডনেম সহ Ubuntu 4.10(Warty Warthog), 5.04(Hoary Hedgehog), 5.10(Breezy Badger), 6.06(Dapper Drake), 6.10(Edgy Eft), 7.04(Feisty Fawn), 7.10(Gutsy Gibbon) এগুলো সবই ছয়মাস পরপর রিলিজ হয়েছে। তারই ধারাবাহিকতায় "গাটসি গিবন" এর পর উবুন্টুর নবীনতম সংস্করণ হচ্ছে Ubuntu 8.04(Hardy Heron)। এটি রিলিজ হল এপ্রিল ২১, ২০০৮ইং এ। উবন্টুর কোডনেম গুলো হয়তো আপনার কাছে অদ্ভূত শোনাতে পারে, উবুন্টুর কোডনেম এর নামকরন সম্পর্কে জানতে ভিজিট করুন
>> https://wiki.ubuntu.com/DevelopmentCodeNames
পূর্বের মতই বেশ কিছু নতুন বৈশিষ্ট নিয়ে হাজির হয়েছে উবুন্টুর নতুন সংস্করণ হার্ডি হ্যারন। যার মধ্যে উল্যেখযোগ্য হল দীর্ঘমেয়াদী সেবা(Long Term Support সংক্ষেপে LTS) । এর ফলে উবুন্টু ব্যবহারকারী তিন বছরের জন্য ডেক্সটপ এডিশনে এবং পাঁচ বছরের জন্য সার্ভার এডিশনে সিকিউরিটি আপডেটের সুবিধা পাবে। LTS সুবিধাটি এর পূর্বে 6.06(Dapper Drake) এর ক্ষেত্রে দেয়া হয়েছিল। এই LTS সম্পর্কে আরও জানতে ভিজিট করুন >> https://wiki.ubuntu.com/LTS <<
এছাড়াও অন্যান্য উল্যেখযোগ্য আপডেট হলঃ
ইনস্টলেশন সুবিধাঃ
Wubi : http://wubi-installer.org
যেসকল ব্যবহারকারীরা উইন্ডোজ থেকে লিনাক্সে আসতে চান তারা প্রথমেই যে বিষয় নিয়ে চিন্তিত থাকেন তা হল হার্ডডিস্ক পার্টিশনিং। এই ভয় দূর করতে উবুন্টুর জন্য নতুন একটি সফটওয়্যারের আগমন ঘটেছে। যার নাম হল Wubi । এরমাধ্যমে হার্ডডিস্ক পার্টিশনিং এর ঝামেলায় না গিয়ে উইন্ডোজের ভিতরেই উবুন্টুকে ইনস্টল করা হয়।অর্থাৎ উবুন্টু ইনস্টলের জন্য আলাদা লিনাক্স পার্টিশন তৈরী করতে হয়না, কারন এটি উইন্ডোজ পার্টিশনের মধ্যেই উবুন্টু লিনাক্সের জন্য "ভার্চুয়াল" পার্টিশন তৈরী করে। Wubi উবুন্টুকে উইন্ডোজের একটি প্রোগামের মত করে ইন্সটল করে যার আনইনস্টল ও সহজ "Add or Remove Programs" এর মাধ্যমে।
উবুন্টুর "হার্ডি হ্যারন" এ এই প্রোগ্রাম টি অন্তর্ভূক্ত করা হয়েছে। যাতে ব্যবহারকারী সহজেই উবুন্টু লিনাক্সের স্বাদ নিতে পারে পার্টিশন সংক্রান্ত ঝামেলা ছাড়াই। তবে এর রিকয়ারমেন্ট'স গুলো হল ২৫৬ এম.বি মেমরী, ৫ গিগা হার্ডডিস্ক স্পেস, উইন্ডোজ ৯৮,২০০০,XP,Vista ।
ইন্টারনেট সুবিধাঃ
Mozilla Firefox 3:
ওয়েব ব্রাউজিংএর ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার , অপেরার পাশাপাশি মোজিলা ফায়ারফক্স ও ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে অনেকগুলো উল্যেখযোগ্য বৈশিষ্ট নিয়ে রিলিজ হয়েছে মোজিলা ফায়ারফক্স ৩ (বেটা৫)। যদিও এটি এখনো বেটা পর্যায়ে আছে তবে হার্ডি হ্যারন ব্যবহারকারীরা এখনই ফায়ারফক্স ৩ সংস্করণটি উপভোগ করতে পারেন।
Vinagre : এটি একটি remote desktop viewer
Transmission:
এটি পিয়ারটুপিয়ার বিটটরেন্ট ক্লায়েন্ট বা টরেন্ট ডাউনলোডার। এটির টরেন্ট ব্যবস্থাপনা উত্তম এবং আরেকটি জনপ্রিয় টরেন্ট ক্লায়েন্ট µTorrent এর সাথে এর মিল রয়েছে।
Evolution :
এটি একটি ওপেনসোর্স ইমেইল ক্লায়েন্ট।এতে গুগল ক্যালেন্ডারের অন্তর্ভূক্তি করা হয়েছে।
মাল্টিমিডিয়া সুবিধাঃ
PulseAudio:
Ubuntu 8.04 এ PulseAudio নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। এটি হচ্ছে একটি এডভান্সড সাউন্ড সার্ভার। এটি দ্বারা প্রতিটি এ্যাপলিকেশনের জন্য সাউন্ড ভলিউম নির্দিষ্ট করে দেয়া যায়। তবে এর পূর্নাঙ্গ সুবিধা উপভোগ করতে হলে আপনাকে PulseAudio Volume Control ইন্সটল করতে হবে। এজন্য টার্মিনালে sudo apt-get install pavucontrol কমান্ড দিন বা সিনাপটিক প্যাকেজ ম্যানেজারে উক্ত প্যাকেজ খোঁজ করুন।
PulseAudio সম্পর্কে আরো জানতে ভিজিট করুন PulseAudio
Brasero:
এটিও হার্ডি হ্যারনে নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। এটি একটি সিডি - ডিভিডি বার্নিং প্রোগ্রাম। যারা কেডিইতে K3B নামক বার্নিং প্রোগ্রাম ব্যবহার করেছেন। গনোমে Brasero সেই অভাবটি পূরন করতে পারবে।
Myth TV:
এটি হচ্ছে টিভি কার্ড দিয়ে লিনাক্সে টিভি প্রোগ্রাম দেখার একটি সফটওয়্যার। এরমাধ্যমে উবুন্টু ডেক্সটপ থেকেই আপনি টিভি শো দেখতে পারবেন এবং রেকর্ড করতে পারবেন।
এছাড়াও উবুন্টুর ডিফল্ট মুভি প্লেয়ার Totem এর মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন।
3D Desktop:
উবুন্টুতে ডিফল্ট ভাবে Compiz Fusion অন্তর্ভূক্ত করা হয়েছে। যার মাধ্যমে আপনি 3D Desktop এর স্বাদ নিতে পারবেন। তবে কমপিজ ফিউশন পূর্নাঙ্গ ভাবে ব্যবহার করতে হলে আপনাকে টার্মিনালে " sudo apt-get install compizconfig-settings-manager " এই কোড টি এন্টার করতে হবে বা সিনাপটিক প্যাকেজ ম্যানেজার থেকে উক্ত প্যাকেজ টি খুঁজে ইনস্টল করতে হবে।
নিরাপত্তা সুবিধাঃ
PolicyKit:
PolicyKit হচ্ছে একটি access control সিস্টেম যার দ্বারা ব্যবহারকারীকে কোন একটি এ্যাপ্লিকেশনের নির্দিষ্ট অংশ ব্যবহারের অনুমতি দেয়া বা বিরত রাখা যায়। এটি দ্বারা পুরো সিস্টেম কে লক করে দেয়া যায়।
UFW:
Uncomplicated Firewall বা সংক্ষেপে UFW হচ্ছে একটি সহজ কমান্ডলাইন ফায়ারওয়াল টুল।
Seahorse: এটি হচ্ছে পাসওয়ার্ড এবং এনক্রিপশন কি ম্যানেজার।
এছাড়াও উবন্টুর অন্যান্য এ্যাপলিকেশনের আপডেটেড ভার্সন তো রয়েছেই। যেমন GNOME 2.22.1,Linux kernel 2.6.24.3,Xorg 7.3,
এ সকল সুবিধা নিয়েই বের হল উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন)
ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
http://foisal.wordpress.com/
Powered by Azrul's Jom Comment |