বাযার ভার্সন কন্ট্রোল টুলের ১.০ সংস্করণ ছাড়লো ক্যানোনিক্যাল |
Written by উবুন্টু লন্ডন সংবাদাতা
|
সোমবার, 24 ডিসেম্বার 2007 |
ক্যানোনিক্যাল লিমিটেড হলো উবুন্টু এবং বাযার পণ্যের অফিশিয়াল স্পন্সর। আজ তারা সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য বাযার ভার্সন কন্ট্রোল টুলের ১.০ সংস্করণ উন্মুক্ত করলো।
ভার্সন কন্ট্রোল টুলগুলি সাধারণত একাধিক ডেভলপারদের কেন্দ্রিক ভাবে কাজ করার সুবিধা দিয়ে থাকে। যারা একই প্রজেকন্টে ভিন্ন ভিন্ন অবস্থানে কাজ করে, তারা তাদের করা কাজগুলি ভার্সন কন্ট্রোল টুলের মাধ্যমে একত্রিত করতে পারে। বাযার আসার আগে যেই ভার্সন কন্ট্রোল টুলগুলি বরাদ্দ ছিলো, সেগুলিতে বিবিধ সমস্যা দেখা যেতো। এর মধ্যে সবচাইতে বড় সমস্যা হলো ব্যবহারকারীদের বা ডেভলপারদেরকে একই নেটওয়ার্কে বসে কাজ করতে হতো। অনেক বড় কোনো প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প বিস্তার করানো ছিলো অনেকটাই অসাধ্য একটা প্রচেষ্টা।
বাযার সেটাকে অনেক সহজ করে দেবে এই প্রয়াসেই বাযারের যাত্রা শুরু। জিপিএল লাইসেন্স ভিত্তিক এই টুল ব্যবহার করা যাবে বিস্তির্ণ নেটওয়ার্কের মাধ্যমে এবং বড় বড় প্রকল্প পরিচালকরা এই টুল ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ বোধ করবেন।
উল্লেখ্য যে ৫০টিরও বেশী ওপেনসোর্স প্রকল্প ইতিমধ্যে বাযার-এর প্রি-রিলিজ সংস্করণ ব্যবহার করছে এবং তাদের সবাই এতে সন্তুষ্ট।
আরও একটি বিষয় উল্লেখ্য যে, ক্যানোনিক্যাল লিমিটেড এই টুলটি সব ধরণের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। সুতরাং লিনাক্স, ম্যাক ওএস কিংবা উইন্ডোজ, ব্যবহারকারী যেই প্লাটফর্মেই থাকুক না কেনো, সবাই এই টুল স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে।
বাযার ডাউনলোড করা যাবে: http://bazaar-vcs.org/Download ঠিকানা থেকে।
"উক্ত সংবাদের বিস্তারিত জানা যাবে: http://www.ubuntu.com/news/bazaar-v1-release ঠিকানা থেকে।"
Powered by Azrul's Jom Comment |