Written by Ubuntu
|
সোমবার, 15 অক্টোবার 2007 |
লন্ডন, ১৫ অক্টোবর, ২০০৭ - ক্যানোনিক্যাল লিঃ আজকে উবুন্টু ৭.১০ সংস্করণের তারিখ প্রকাশ করেছে। আগামী বৃহষ্পতিবার, ১৮ অক্টোবর ২০০৭ তারিখ থেকে উবুন্টু সার্ভার, ডেস্কটপ, কুবুন্টু এবং এডুবুন্টু এর সর্বশেষ সংস্করণ ৭.১০ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। উল্লেখ্য যে ক্যানোনিক্যাল লিঃ উবুন্টুর পৃষ্ঠপোষক।
এন্টারপ্রাইজ সংস্করণ এবং কমিউনিটি সংস্করণের ক্ষেত্রে উবুন্টু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তারা জানিয়েছেন এবং আরও বলেছেন উবুন্টু ৭.১০ এর মধ্যে আমাদের সর্বশেষ কাজ সংযোজিত আছে এবং এটা বিনামূল্যেই বিতরণ করা হবে। অনেকদিন থেকে সিকিউরিটি আপডেট, দায়িত্ববোধ এবং কার্যকারিতার দিক বিবেচনা করে উবুন্টু মানের দিক দিয়ে পয়লা নম্বরে আছে। লিনাক্স ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানে বা ব্যবহারিক সুবিধা দেবার ক্ষেত্রে উবুন্টু প্লাটফর্মটি সম্পুর্ণভাবে সনদিত এবং সমর্থিত।
উবুন্টু ৭.১০ বেছে বেছে ওপেনসোর্স জগতের সর্বশেষ কার্যকরী সংস্করণগুলি নিয়ে গঠিত হয়েছে এবং আশাকরা যাচ্ছে ব্যবহারকারীরা আনন্দের সাথে তাদের নিত্যপ্রয়োজনীয় কাজ উবুন্টুতে করতে পারবেন।
উবুন্টু ৭.১০ ডেস্কটপ সংস্করনে ইউজার ইন্টারফেইসকে অনেক বর্ধিত করা হয়েছে, অনেক বেশী হার্ডওয়্যার সমর্থন দেয়া হয়েছে, যোগ করা হয়েছে একাধিক মনিটর ব্যবহারের সমর্থন এবং এবার এর সাথে থাকছে অত্যাধুনিক ডেস্কটপ অনুসন্ধান। এরকম আরও বিষয়ে বিস্তারিত জানা যাবে http://www.ubuntu.com/news/ubuntu-desktop710 থেকে।
উবুন্টু ৭.১০ সার্ভার সংস্করণের অনেক পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে ব্যবস্থাপনা সুবিধা, হার্ডওয়্যার সমর্থন, বর্ধিত করা হয়েছে নিরাপত্তা, যাতে করে সার্ভার ব্যবহারকারীরা অনায়াসে এবং নিশ্চিন্তে এর ব্যবহার শুরু করতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে http://www.ubuntu.com/news/ubuntu-server710 থেকে।
একই সাথে কুবুন্টু এবং এডুবুন্টুতেও অনেক কিছু বর্ধিত করা হয়েছে, যা জানা যাবে http://www.ubuntu.com/news/ubuntu-family710 সাইট থেকে।
Powered by Azrul's Jom Comment |