জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে গতকাল বুধবার উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত ভিত্তিক মুক্ত সফটওয়্যারের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্ক (JUOSN) আয়োজিত এই কর্মশালায় লিনাক্সের বিভিন্ন সফটওয়্যারসহ মুক্ত সফটওয়্যারের উপর মৌলিক ধারনা দেয়া হয়।
কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ সহ আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অংকুরের সুজনের সহায়তায় কর্মশালা পরিচালনা করেন (JUOSN) - এর সুফিয়ান, তানিম ও পার্থ। এই কর্মশালার আয়োজন সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. এম জাহিদুর রহমান বলেন ,শিক্ষার্থীদের মুক্ত সফটওয়্যার ব্যাবহারের প্রতি আগ্রহী করে তোলার জন্যই আমাদের এই আয়োজন। কর্মশালায় এমন অনেক শিক্ষার্থী ছিল যারা কম্পিউটার বিজ্ঞানে পড়ছেনা। কিন্তু তাদেরকেও কম্পিউটার সফটওয়্যার ব্যাবহার করতে হয়, যার সিংহ ভাগই পাইরেটেড। তারা হয়তো জানেওনা এই অবৈধ সফটওয়্যার ব্যাবহারের ও বিকল্প রয়েছে, তাও আমাদের হাতের কাছেই। এই সহজ বিকল্প মুক্ত সফটওয়্যার কে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে তাদের মুক্ত সফটওয়্যার ব্যাবহারে আগ্রহী ও সচেতন করে তুলতে হবে। - জাবেদ সুলতান পিয়াস তথ্যসূত্রঃ প্রথমআলো কম্পিউটার প্রতিদিন (০৮/১১/২০০৭)
Powered by Azrul's Jom Comment |