বাংলাদেশ থেকে পরিচালিত প্রথম ই-কোর্সের সফল সমাপ্তি |
|
|
Written by শাহজাহান সিরাজ
|
বৃহস্পতিবার, 01 নভেম্বার 2007 |
আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস ’০৭ পালন এবং নতুন ধরনের ই-নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে ইয়ূথ ফোরাম ফর আইসিটি ডেভেল্পমেন্ট বাংলাদেশ (ওয়াইএফআইডি) এবং বাংলাদেশ ওপেনর্সোস নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ১ মাস ব্যাপী ওপেনসোর্স লিডারশিপ ই-কোর্সের আয়োজন করে। বাংলাদেশ থেকে প্রথম অনলাইন এই কোর্সে বাংলাদেশ সহ ঘানা, বুরুন্ডি, সিয়েরালিয়ন, জর্ডান ও গাম্বিয়ার মোট ১২ জন অংশগ্রহনকারী এতে অংশ নেয়।
আইসিটিকে উন্নয়নে সঠিক ভাবে কাজে লাগাতে প্রয়োজন এর সঠিক এবং সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করা। ইন্টারনেট ব্যবহারকারীকে দিক নিদের্শনা দিতে বিশ্বে এ সংক্রান্ত নেতৃত্বের ঘাটতি দূর করে এখন প্রয়োজন নতুন ধরনের ই-নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এটিই এখন সময়ের দাবী। আমাদের আছে ইন্টারনেট, এখানে বিশাল এক স্বেচ্ছাসেবী বাহিনী’র অংশগ্রহণে প্রতিনিয়ত বাড়ছে তথ্যের মান, সেই সাথে পরিমান।
আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস ’০৭ পালন এবং নতুন ধরনের ই-নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে ইয়ূথ ফোরাম ফর আইসিটি ডেভেল্পমেন্ট বাংলাদেশ (ওয়াইএফআইডি) এবং বাংলাদেশ ওপেনর্সোস নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ১ মাস ব্যাপী ওপেনসোর্স লিডারশিপ ই-কোর্সের আয়োজন করে। গত ১লা আক্টোবর থেকে ২৬ আক্টোবর পর্যন্ত পরিচালিত কোর্সটি সবার জন্য ছিল ফ্রি। এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম অনলাইন কোন কোর্স যা বাংলাদেশ থেকে পরিচালিত। এতে প্রধান সহায়কের ভুমিকা পালন করেন সেন্টার ফর হিউমান ডেভেলপমেন্টের (সি.এইচ.ডি) সভাপতি মোঃ বায়জীদ যশোরী । এছাড়াও এই কোর্সের ব্যবস্থাপনা, পদ্ধতি, এবং বিভিন্ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন সি.এইচ.ডির সোহাগ আহমেদ, জসিম উদ্দিন এবং বিডিওএসএন- এর মোঃ মুনির হাসান, মাহে আলম খান (mak), বেলায়েত হোসেন প্রমুখ। সহায়কদের সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ সহ ঘানা, বুরুন্ডি, সিয়েরালিয়ন, জর্ডান ও গাম্বিয়ার মোট ১২ জন অংশগ্রহনকারী এতে অংশ নেয়। চার সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণে ওপেনসোর্স, ই-লিডারশিপ এবং উইকিপিডিয়া সম্পর্কে অংশগ্রহনকারীদের দক্ষতা বৃদ্ধি করা হয়। পরে উন্নয়নের বিভিন্ন ধাপে আইসিটিকে সম্পৃক্ত করতে এবং নতুন ই-নেতৃত্ব সৃষ্টির ধারা অব্যাহত রাখতে ই-লিডার্স নামে TakingITGlobal -এ একটি গ্রুপ তৈরি করা হয়েছে,
This e-mail address is being protected from spam bots, you need JavaScript enabled to view it
এই ঠিকানায় ইমেল পাঠিয়ে গ্রুপের মেম্বার হওয়া যাবে।
শাহজাহান সিরাজ eduBangla.com
Powered by Azrul's Jom Comment |