 কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ফাইল কম্প্রেশন বা আর্কাইভিং সফটওয়্যার একটা জরুরী টুল। কোন বড় ফাইল কে ছোট আকারে রুপান্তর করা বা অন্যান্য কমপ্রেসড ফাইল খোলার জন্য এধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়।
PeaZip এমনই একটি ফাইল কমপ্রেশন সফটওয়্যার। এটি ওপেনসোর্স এবং LGPL লাইসেন্সে রিলিজ করা হয়েছে। যে সকল আর্কাইভ বা কমপ্রেসড ফাইল এটি পুরোপুরি সাপোর্ট করে তা হলঃ 7Z, 7Z-sfx, BZip2, GZip/TGZ, PAQ8F, PAQ8JD, PAQ8L, PEA, QUAD, split (.001), TAR, ZIP নিম্নোক্ত কমপ্রেসড ফাইল গুলি দেখা যাবে এবং পাশাপাশি আর্কাইভ থেকে ফাইল গুলো বের করে আনা যাবেঃ ACE, ARJ, CAB, CHM, CPIO, ISO, Java archives (JAR, EAR, WAR), Linux installers (DEB, PET/PUP, RPM, SLP), LHA, LZH, Open Office file types, PAK/PK3/PK4, RAR, Windows installers (NSIS, some MSI), Z/TZ , Strip/UPX for executables এটি লিনাক্স এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়ঃ http://sourceforge.net/projects/peazip/ এখান থেকে আপনার পছন্দমত লিনাক্স প্যাকেজটি বা উইন্ডোজের জন্য EXE ফাইল ডাউনলোড করতে পারেন। মূল সাইটঃ http://peazip.sourceforge.net/ তথ্যসূত্রঃ myuggle.net স্ক্রিনশট - 
লিনাক্সে PeaZip
উইন্ডোজে PeaZip ইশতিয়াক আহমেদ (ফয়সাল) মুক্ত রিপোর্টার
Powered by Azrul's Jom Comment |