ডেল কম্পিউটার চলবে উবুন্টুতে |
|
|
Written by Ishtiaque Ahmed
|
বুধবার, 09 মে 2007 |
বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা ডেল সম্প্রতি তাদের কম্পিউটারে লিনাক্স ঘরানার মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহার করার ঘোষণা দিয়েছে । ফলে ক্রেতারা ডেল কম্পিউটারের সঙ্গে উবুন্টুকে অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন। উবুন্টু বিতরণকারী প্রতিষ্ঠান Canonical Ltd ডেলের ক্রেতাদের বাড়তি অর্থের বিনিময়ে কারিগরি সহায়তা এবং সেবা দেবে।
 কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, ডেলের কম্পিউটারে লিনাক্স ইনস্টল করা হবে। এক সমীক্ষায় দেখা গেছে, এতে ক্রেতাদের চাহিদা আরও বেড়েছে। বর্তমানে ডেল তাদের এন সিরিজের কম্পিউটারের সঙ্গে উবুন্টু দিচ্ছে। ডেলের এসব কম্পিউটার আগে কোনো অপারেটিং সিস্টেম ছাড়াই বিক্রি হতো। ডেল কর্মকর্তাদের মতে, লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে উবুন্টু সবচেয়ে জনপ্রিয়। তাই একে বেছে নেওয়া হয়েছে। কনিকলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেন সিলবারের মতে, ‘এ চুক্তি করার ফলে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ বাড়বে, যা আগে ছিল না। ডেল কর্মকর্তাদের মতে, লিনাক্স অপারেটিং সিস্টেম টানা অনেক দিন সাবলীল কাজ করতে পারে। ফলে সাধারণ ব্যবহারকারীরা এতে আকর্ষণ বোধ করবে। আশা করা হচ্ছে, এই চুক্তির ফলে হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো লিনাক্স সমর্থিত ড্রাইভার বানাবে এবং মুক্ত সোর্স লিনাক্সের ব্যবহার আরও বৃদ্ধি পাবে। সৌজন্যেঃ প্রথমআলো Mark Shuttleworth Interview Video WMV MP4 OGG
− ফেরদৌস আহমেদ তানিন
Powered by Azrul's Jom Comment |