Login Form






Lost Password?
No account yet? Register

আমাদের সফটওয়্যার আমাদেরকেই বানাতে হবে
User Rating: / 5
PoorBest 
Written by জাবেদ সুলতান পিয়াস : কম্পিউটার প্রতিদিন : প্রথম আলো : ৩১ মার্চ ২০০৭   
মঙগলবার, 03 এপ্রিল 2007

মুক্ত সফটওয়্যারের মাধ্যমে আমাদের নিজস্ব একটি জায়গা তৈরি করে নিতে হবে। আর এ জন্য দরকার সবার মধ্যে সচেতনতা তৈরি আর সবার অংশগ্রহণ। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে এসে কেউ করে দেবে না। গতকাল শুক্রবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসিসের সফটওয়্যার মেলায় অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা মুক্ত সফটওয়্যার ব্যবহারের জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সবাইকে বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

‘উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত (ওপেন সোর্সকোড) ও মুক্ত বিষয় (ওপেন কনটেন্ট)’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, মুক্ত সফটওয়্যার একটি আন্দোলনের মতো। এই আন্দোলনের প্রধান চালিকাশক্তি আমাদের তরুণ প্রজন্ন। আর এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এখনই।

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মাশরুর আলীর সভাপতিত্বে এ সেমিনারে বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. লুৎফুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান ড. মো. জাহিদুর রহমান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুমিত খান বক্তৃতা করেন। ব্যবসায়িক ক্ষেত্র এবং উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত সম্পর্কে আরেকটি প্রবন্ধ পড়েন মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা ফখরুয জামান।

 

মন্তব্যগুলো (1)
ওপেন সোর্সের যাত্রা শৃভ হোক
লিখেছেন kamal on May 4, 2007

"আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে এসে কেউ করে দেবে না।" একথাটি সবচেয়ে ভাল লেগেছে ।
তাই আমাদের সমস্যা সমাধানের পথে আমরাই এগুবো অনেক দূর......

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts