Login Form






Lost Password?
No account yet? Register

সিলেটে মুক্ত সফটওয়্যারের প্রথম কর্মশালা
User Rating: / 1
PoorBest 
Written by শাহজাহান সিরাজ   
বুধবার, 28 মার্চ 2007

দেশে মুক্ত প্রোগ্রামিং সংকেতের (সোর্সকোড) সফটওয়্যার ব্যাবহারের দক্ষতা বাড়াতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত প্রথম কর্মশালা গত শনিবার (২৪-০৩-০৭) শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এর আয়োজন করে শাবিপ্রবির ওপেন সোর্স নেটওয়ার্ক এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল সোসাইটি (সিএসই) সোসাইটি। কর্মশালায় সহায়তা করে অঙ্কুর ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

 

দুইদিনের এই কর্মশালায় শাবিপ্রবি , বুয়েট , ব্রাক বিশ্ববিদ্যালয় ও আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। গত শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করতে গিয়ে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মুহম্মদ জাফর ইকবাল বলেন, দেশের অর্থনীতিকে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল রাখা এবং তথ্যপ্রযুক্তি জগতে দক্ষতার সঙ্গে বিচরণের জন্য উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের সফটওয়্যার ভালো দখল থাকা প্রয়োজন।

এ কর্মশালা পরিচালনা করেন অঙ্কুরের সমন্বয়কারী জামিল আহমেদ। তাকে সহায়তা করেন মাহে আলম খান, মজাহিদ সুজন, ওমর শিহাব, সালাউদ্দিন পাশা ও আবু জাহের। বিভিন্ন কর্ম-অধিবেশনে অংশগ্রহণকারীদের লিনাক্স অপারেটিং সিস্টেম , লিনাক্সের বিভিন্ন সংস্করণ, ওপেন অফিস , মজিলা ফায়ারফক্স , থান্ডারবার্ড ইমেইল ক্লায়েন্ট, বিএলসি প্লেয়ার সম্পর্কে ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের হাতে-কলমেও শেখানো হয় এসব মুক্ত সফটওয়্যার। এছাড়াও ছিল উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া এবং মুক্ত সফটওয়্যারকে বাংলায় সাজানোর বিশেষ প্রশিক্ষণ।

গত শনিবার সমাপনী অনুষ্ঠানে শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ সুশান্ত কুমার দাশ বলেন, অর্থনৈতিক স্বাধীনতার জন্য তথ্যপ্রযুক্তির স্বাধীনতা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এ আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল টেলিফোন সেবাদান প্রতিষ্ঠান রেঙ্কস টেলিকম।

 

সৌজন্যেঃ প্রথম আলো, ২৫ মার্চ ২০০৭

মন্তব্যগুলো (0)
মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts