Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
বিডিোএসএনের সিডি সংগ্রহ...
উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
The ubuntu cd is not available all over the country, eve...
বিডিওএসএন বের করল ওপেনসোর্স সফটওয়্যারের সিড�...
UBUNTU THE DOES NOT FOUND IN CTG. MARKETING POLICY MUS...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
আপনাদের কে বলছি । কমেন্ট ক...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
অঙ্কুর তো ভালই মাল বানাচ্&#-5330;.
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
তারা কত ফি নিচ্ছে সেটা জান...
অঙ্কুর আয়োজন করছে Joomla CMS এর উপর ১ দিনের প্রশিক্ষ...
কিন্তু ভাইয়া, ওরা তো মাগনम..

লিনাক্স উন্নয়নে মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করছে!!!
User Rating: / 2
PoorBest 
Written by অমি   
সোমবার, 11 ডিসেম্বার 2006

সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে। 

উইন্ডোজ যত ভালো ডেস্কটপ অপারেটিং সিস্টেম হোক না কেনো, সার্ভার এন্ডে এন্টারপ্রাইজ লিনাক্সের বিকল্প কিছু জন্ম নেয়নি বলে বিশ্বাস গবেষকদের। এর এই এন্টারপ্রাইজ লিনাক্সের একচেটিয়া বাজার ধরে আছে নোভেল ও রেডহ্যাট। বাজারে শক্ত দখল থাকায় নোভেলের সাথে চুক্তি করেছে এবং নোভেলকেই মাইক্রোসফট এই ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। যার মধ্যে লিনাক্সের বিভিন্ন সফটওয়্যার ও স্যলিউশন ব্যবহারের জন্য ২৪০ মিলিয়ন এবং বাকী ১০৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে লিনাক্সের বিভিন্ন প্যাটেন্ট ব্যবহারের জন্য। লিনাক্স ব্যবহার করে মাইক্রসফট তার সফটওয়্যারগুলিকে লিনাক্সের জন্য উন্নয়ন করবে বলে জানিয়েছে।

গত সপ্তাহে নোভেল এবং মাইক্রসফট একসাথে ব্যবসা করার একটি চুক্তি হবার পরে মাইক্রসফট নিজেই লিনাক্সের জন্য সফটওয়্যার উন্নয়নের সিদ্ধান্ত নেয় এবং নোভেলকে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দেবার সিদ্ধান্ত নেয়।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছে যে এই পদ্ধতিতে মাইক্রসফট লিনাক্সকে ধ্বংসের মুখে নিয়ে যাবার বাজি ধরেছে। নোভেলের সাথে যাবতীয় চুক্তি করে মাইক্রসফট শুধু লিনাক্সকেই ধ্বংসই করার চেষ্টা করবে না, সাথে GPL লাইসেন্স লঙ্ঘন করবে।

 

মন্তব্যগুলো (6)
Impossible
লিখেছেন tanvir hassn on December 12, 2006

Microsoft Linux k ses korar jonno chesta korbe. but I think it is impossible. karon linux k bachate and microsoft er against a developer ra aak sathe kaj korbe.

...
লিখেছেন omi on December 13, 2006

তানভির
আমিও একমত। হতেপারি আমি MVP কিন্তু আমাকে মাইক্রসফট MVP বানিয়েছে তাদের প্রয়োজনে। ওপেনসোর্স ছিলো আছে থাকবে। তবে একটা জিনিস নিশ্চয়ই সকলে লক্ষ্য করেছে যে মাইক্রসফট এখনথেকে ওদের ভবিষ্যত প্রজেক্টগুলি ওপেনসোর্স করে ফেলছে। তাহলে কি বলা যায়!!!

M$
লিখেছেন Ishtiaque Ahmed Foisal on December 13, 2006

তাই নাকি কোনটা করেছে শুনি

পারলে বহু পুর্বেই .......
লিখেছেন ferdaus98 on December 23, 2006

গিলতে পারলে বহু পুর্বেই মাইক্রোসফ্ট লিনাক্সকে গলাধকরন করে ফেলতো।
এ জন্য লিনাস টোর্ভাল্ড্স ও অনুরুপ বহু কৃতি ব্যক্তিত্ব - প্রোগ্রামারদের নিকট আমরা কৃতজ্ঞ।

লিনাক্স আছে এবং থাকবে
লিখেছেন �ùæ on January 21, 2007

লিনাক্স এতদূর এসেছে মাইক্রোসফটের মতো কোনো অর্থলিপ্সু কোম্পানির সাহায্য ছাড়াই। লিনাক্সের ক্ষেত্রে তাদের আগ্রহ এখন সত্যিই ভয়ের কারণ। তবে মাইক্রোসফট যাই করার চেষ্টা করুক না কেন লিনাক্স আছে এবং থাকবে। কারণ এটি আমাদের সবার!

মাইক্রোসফ্ট মুসাফাই বোঝে
লিখেছেন Ferdaus on February 10, 2007

মাইক্রোসফ্ট শুধু মাত্র মুনাফা এবং মুনাফা এবং মুনাফাই চিন্তা করে। ১০টাকা পণ্যের ১০কোটি টাকা মুনাফা / লাভ করেও তারা সন্তুষ্ট নন। বাজারে যে কোন পণ্য ক্রেতা কিনলে ক্রেতা ঐ পন্যের মালিক হবে এটাই চিরাচরিত প্রাকৃতিক নিয়ম; কিন্তু মাইক্রোসফ্টের কোন পণ্য কেউ কিনলে ক্রেতা তার ক্রয়কৃত পণ্যের মালিক নন (যে কউ মাইক্রোসফ্টের সফ্টওয়্যারের লাইসেন্স চুক্তি পড়ে দেখতে পারেন। তদুপরি কেউ যদি এই চুক্তি উপেক্ষা করত ব্যবহার করে, তা' হলে সেই ক্রেত হবে “বেআইনী ব্যবহারকারী“ অনেকটা “চৌর্যবৃত্তি“ সমসাময়িক।
লিনাস টোরভাল্ড্সের জীবনীমুলক একটি বই পড়েই আমি এসব বিষয়ে সচেতন হয়েছি এবং অন্যদেরকেও বিষয়টি উপলব্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
তথাকথিত “ইন্টেলেক্চুয়াল প্রপার্টি“ নাম করে তৃতীয় বিশ্ব এবং অন্যান্য ব্যবহারকারীগণের কাছ থেকে ফি বছর কি পরিমান অর্থ কেড়ে নেয়া হচ্ছে অনুমান করতে পারেন।
উন্নত বিশ্বের সরকার এসকল মুনাফালোভী প্রতিষ্ঠান দিয়েই পরিচালিত।
এ বিষয়ে প্রতিবাদি বহু প্রোগ্রামার ও ব্যক্তিত্ব রয়েছেন। রিচার্ড স্টলম্যান তাদেরই একজন; গুগল এ সার্চ দিয়ে এই ব্যক্তি সন্মন্ধে বিস্তারিত জানতে পারবেন। তিনিই কপিলেফ্ট এর উদ্যোক্তা। বাংলাদেশের সরকার যেন এ বিষয়ে সঠিক ও প্রগতিশীল সিদ্ধান্ত গ্রহন করে দিকে আমাদের সচেতন হওয়া বাঞ্চনীয়।
মাইক্রোসফ্টের এই অন্যায় বিচরনের বহু প্রতিবাদি কন্ঠস্বর ও প্রতিষ্ঠান ও খোদ আমেরিকাতেই রয়েছে। তার একটি সাইট নিচে দেয়া হল:
http://www.aaxnet.com/

চার অক্ষরের ইংরেজী বাজে শব্দটি লিখে সামনে মাইক্রোসফ্ট ইংরেজীতে লিখে গুগলে সার্চ দিন, ফলাফল পড়ে আপনি নিজেই বিচার করতে পারবেন।

আমি নিজেও এমএসডস বা উইন্ডোজ দিয়ে আমার কম্পিউটার জীবন শুরু করিনি।
আমার কম্পিউটার জীবন শুরু হয়েছে IBM ৩৭০ - ১১৭ দিয়ে বুয়েটে। এর পরে টিআরএস ডস, সিপিএম দিয়ে; জাপানে এনইসি ডস ব্যবহার করেছি।
ইনশাল্লাহ আপনাদের মত প্রতিভাবান শক্তি একদিন বাংলায় নিজস্ব ওএস ই বের করবেন না; বাংলা মেশিন ভাষা ব্যবহার, সরাসরি বাংলায় আউটপুট প্রদানে সক্ষম মাইক্রোপ্রসেসরও বানাবেন।

সবার শুভকামনায়;
ধন্যবাদ
ফেরদাউস

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts