মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

রিলিজ হল ওপেন অফিস ৩.০
অবশ্যই আপনি http://forum.linux.org.bd/ ফোम..
রিলিজ হল ওপেন অফিস ৩.০
আপনাদের মত মুক্তমনাদের জम..
ওপেনসোর্স কি ও কেন? সহজ ভাষায়…
সহজ ও গুছিয়ে উপস্হাপনার জ&#-5330;.
কাজের যত মুক্ত সফটওয়্যার
ধণ্যবাদ এমন একটা সাইটের জ&#-5330;.
কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
Different people all over the world get the home loans from differen...
কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
Do you recognize that it is correct time to receive the business loa...
কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
I had a desire to make my own firm, nevertheless I didn\'t earn enou...

উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টি
Written by Ishtiaque Ahmed   
বুধবার, 21 মে 2008

মুক্ত সফটওয়্যার ঘরানার অপারেটিং সিস্টেম লিনাক্সের যেসকল ডিস্ট্রিবিউশন রয়েছে তারমধ্যে অত্যন্ত জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু লিনাক্স। নানা দেশে তো বটেই বাংলাদেশেও উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনটি অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে আরও ওপরে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উবুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম। উবুন্টুলিনাক্সের নতুন সংস্করণ উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) কে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে সবার মাঝে পরিচিত করার লক্ষ্যে রিলিজ পার্টির আয়োজন করে তারা। এতে উপস্থিত ছিলেন উবুন্টু বাংলাদেশ টিমের অন্যতম ভলান্টিয়ার রাসেল জন, অমিআজাদ(ekushey.org),বাংলাদেশের অন্যতম পিএইচপি ডেভলপার হাসিন হায়দার,উবুন্টুবিডির ভলান্টিয়ার, এনজিও কর্মী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং উবুন্টু লিনাক্স ব্যবহারে উৎসুক ব্যবহারকারী এছাড়াও একজন প্রবীন উবুন্টুপ্রেমীর উপস্থিতিও উল্যেখযোগ্য ছিল। 

উবুন্টুলিনাক্সের নতুন সংস্করণ উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে রিলিজ করা ছাড়াও এই পার্টির অন্য উদ্দ্যেশ্যগুলো ছিল উবুন্টেরো বা উবুন্টুপ্রেমীদের মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে দেয়া, সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের কে উবুন্টু লিনাক্সের সাথে পরিচয় করিয়ে দেয়া, উৎসুক ব্যবহারকারীদের প্রশ্নের জবাব দেয়া ইত্যাদি ইত্যাদি। এর ফলে যারা উবুন্টু মেইলিং লিস্টের সদস্য আছেন তাদের সরাসরি সাক্ষাতের সুযোগ তৈরী হয়েছে।

 

উবুন্টু হার্ডি হ্যারনের পার্টি অনুষ্ঠিত হয়েছিল ১৭ই মে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ" এর হলরুমে। যার আয়োজন করেন উক্ত এনজিওর কর্মী সৈয়দ জিয়াউল হাবিব (রুবন)। মূল অনুষ্ঠান এবং আলোচনা পর্ব শুরু হয় বিকাল চারটায়। উপস্থাপনায় ছিলেন রাসেল জন। তিনি লিনাক্স এবং উবুন্টু কি সেসম্পর্কে ব্যাখা দেন। এরপর অমিআজাদ উবুন্টুর নতুন সংস্করণ উবুন্টু 8.04 হার্ডি হ্যারন ব্যবহার করে দেখান এবং উবুন্টুতে ইউনিকোডে বাংলা লেখার সফটওয়্যার একুশের "ইউনিজয়" ইন্সটলেশন পদ্ধতি দেখান। এরপর তিনি উবুন্টুর জনপ্রিয়তার কারন, ব্যবহারবান্ধব নিয়ে কথাবলেন। যেহেতু শূরুতেই ধরে নেয়া হয়েছে উপস্থিত ব্যাক্তিগন লিনাক্স বা উবুন্টু সম্পর্কে অভিজ্ঞ নন তাই খুব বেশী টেকনিক্যাল আলোচনা করা হয়নি, যদিও উপুস্থিত ব্যক্তিগনের মধ্যে লিনাক্সে অভিজ্ঞ কয়েকজন ও ছিলেন। রাসেল জন বলেন উপস্থিত ব্যাক্তিগনের আগ্রহ থাকলে এরকম আয়োজন বারবার করা যায়।


এরপর উপস্থিত ব্যাক্তিগন নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন। অমিআজাদ,রাসেলজন,হাসিন হায়দার তাদের প্রশ্নের উত্তর দেন। অমিআজাদ লিনাক্স এবং উবুন্টু ব্যবহারের সুবিধা, উবুন্টু প্যাকেজ ম্যানেজার দিয়ে সহজে সফটওয়্যার খোঁজা ও ইনস্টল,রিপোজিটরি ইত্যাদি নিয়ে কথা বলেন। অনেকে মনে করে থাকতে পারেন লিনাক্স এডভান্সড ইউজারদের জন্য এ সম্পর্কে হাসিন হায়দাররের বক্তব্য ছিল এরকম "লিনাক্স শুধু এডভান্সড ইউজারদের জন্য না, আমাদের দেশে দেখা যায় বাড়ির মোড়ের পাশে কম্পিউটার দোকান থেকে কম্পিউটার কিনলেই একটা করে উইন্ডোজ ইনস্টল করে দেয়া হয়। সেখানে তাদের কে যদি লিনাক্স ইনস্টল করে দেয়া হত তাহলে যারা কোনদিন কম্পিউটার ব্যবহার করেনি তারা উইন্ডোজ এবং লিনাক্সের পার্থক্য খুব একটা বুঝতে পারবেনা" অর্থাৎ নতুন কম্পিউটার ব্যাবহারকারীর কাছে যদি উইন্ডোজ দেয়াহয় প্রথমে তার কাছে সেটিকে কঠিনই মনে হবে কারন সে কোনদিন সেটি ব্যবহার করেনি, এপর্যায় তাদের কে যদি শুরু থেকেই লিনাক্স ব্যবহার করতে দেয়া হয় তখন সে ব্যবহার করতে করতেই শিখবে তখন তার কাছে লিনাক্স কঠিন বা এ্যাডভান্সড ইউজারদের জন্য মনে হবেনা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ন পয়েন্ট কারন আমরা শুরুথেকেই যদি কাউকে উইন্ডোজ ধরিয়ে
দেই তাহলে সে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়বে আর তাকে লিনাক্স দেয়া হলে সে ব্যাপারটি ঘটবেনা।

 

এরপর রাসেলজন জিজ্ঞেস করেন উপস্থিত ব্যাক্তিদের মধ্যে কারা কারা লিনাক্স ইউজ করছেন এবং কেন? এতে নানা মতামত পাওয়া যায়। কেউ ফ্রি সফটওয়্যার ব্যবহারে আগ্রহী বলে, কেউ ওপেনসোর্স দর্শনে বিশ্বাসী বলে, কেউ উইন্ডোজে দৈনন্দিন ভাইরাস সমস্যা হতে মুক্তি পেতে লিনাক্স ব্যবহার করছেন। আলোচনায় একসময় একটি ব্যাপার উঠে আসে যে উবুন্টু লিনাক্স পুরোপুরি উপভোগ করতে বা নিত্যনতুন বা প্রয়োজনীয় সফটওয়্যার ব্যাবহারের জন্য তা নেট থেকে ডাউনলোড করতে হয়। এক্ষেত্রে দেখা যায় অনেকেরই ইন্টারনেট নেই তারা কি করবেন? সেক্ষেত্রে সমাধান হচ্ছে "উবুন্টু ডিভিডি রিপোজিটরি" এটি থাকলে ইন্টারনেট থেকে যে সফটওয়্যার বা প্যাকেজ ডাউনলোড করা লাগতো তা ডিভিডি দিয়ে অফলাইনে বসেই ইনস্টল করা যায়। এক্ষেত্রে আহ্বান করা হয় যাদের কাছে উবুন্টু রিপোজিটরি ডিভিডি আছে তা যাতে অন্যদের সাথে শেয়ার করা হয়। এক্ষেত্রে একটি প্রস্তাবনা আসে যে প্রতিটি বা নির্দিষ্ট এলাকায় যদি একজন থাকে যার কাছে ডিভিডি আছে তবে সেই এলাকার বা নিকটবর্তী এলাকার ব্যবহারকারীগণ তার কাছ থেকে ডিভিডি সংগ্রহ করতে পারে।


এর মধ্যে একজন ইউজার জানান যে প্রথম প্রথম লিনাক্স ইনস্টল করতে গেলে অনেকেই হার্ডডিস্ক পার্টিশন নিয়ে ঝামেলা বাধিয়ে ফেলেন। তাই ব্যবহারকারীদের কে যদি হার্ডডিস্ক পার্টিশনিং নিয়ে পূর্নাঙ্গ ধারনা দেয়া হয় তাহলে ভালো হবে।সেক্ষেত্রে রাসেলজন একটি সমাধান সম্পর্কে জানান তা হল "Wubi" নামে একটি প্রোগ্রাম( http://wubi-installer.org/ )। এটির মাধ্যমে হার্ডডিস্ক পার্টিশনিং এর ঝামেলায় না গিয়ে পূর্বে করা উইন্ডোজ পার্টিশন এর মধ্যেই উবুন্টু ইনস্টল করা যায়। অর্থাৎ উবুন্টু ইনস্টলের জন্য আলাদা লিনাক্স পার্টিশন তৈরী করতে হয়না, কারন এটি উইন্ডোজ পার্টিশনের মধ্যেই উবুন্টু লিনাক্সের জন্য "ভার্চুয়াল" পার্টিশন তৈরী করে।যেটি উবুন্টুকে উইন্ডোজের একটি প্রোগামের মত করে ইন্সটল করে যার আনইনস্টল ও সহজ "Add or Remove Programs" এর মাধ্যমে। হাসিন হায়দার জানান ext3 ফাইল সিস্টেম যদি ২৫ গিগার বেশী হয় তাহলে ext3 ফাইল সিস্টেম সমস্যা করে মাঝে মধ্যে ক্রাশ করে, এজন্য তিনি জার্নালিং ফাইল সিস্টেম বা সংক্ষেপে JFS ফাইলসিস্টেম লিনাক্সের ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দেন।এছাড়াও তিনি /home ফোল্ডার কে তিনি আলাদা ext3 পার্টিশনে রাখার পরামর্শ দেন। এর ফলে "/" root partition মুছে ফেললেও /home আলাদা পার্টিশনে হওয়ায় আপনার মূল্যবান ডাটা ব্যাকআপে সুরক্ষিত থাকে। শুধু সেই আলাদা পার্টিশনের মাউন্ট পয়েন্ট /home হিসেবে সেট করে দিতে হবে যা etc/fstab থেকে করা যায়। এরপর তিনি wine (http://www.winehq.org/) ,CrossoverOffice দিয়ে লিনাক্সে উইন্ডোজ ভিত্তিক এ্যাপ্লিকেশন চালানো এবং Cedega(http://www.transgaming.com/) দিয়ে সাম্প্রতিক গেম গুলো লিনাক্সে চালানো সম্পর্কে বলেন।তিনি আরো বলেন ফ্রি এবং ওপেনসোর্সের ক্ষেত্রে যে "ফ্রি" শব্দটি ব্যবহার করা হয় তা দ্বারা শুধু মূল্য বোঝায় না, এ ফ্রি বলতে যা ইচ্ছে করার স্বাধীনতা কে বোঝায়। যেমন ধরুন আপনি টাকা দিয়ে একটি ক্লোজড সোর্স সফটওয়্যার কিনলেন। যদি এটিকে পন্যই ধরি তাহলে আপনি মূল্য পরিশোধ করে কোন পন্য কিনলে সেই পন্য দিয়ে আপনার যা ইচ্ছে করার অধিকার জন্মায়। সে হিসেবে ক্লোজড সোর্স প্রোগামগুলোর কোড যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না তাই আপনি প্রয়োজন হলে তা পরিবর্তন বা সমস্যা দেখাদিলে তা সমাধান করতে পারছেন না। সেজন্য আপনার উক্ত সফটওয়্যার প্রোভাইডারের পথ চেয়ে বসে থাকতে হয় কখন তারা তা সমাধান করবে।কিন্তু ওপেনসোর্স সফটওয়্যার তার পুরোপুরি ব্যতিক্রম এখানে আপনি সফটওয়্যারের কোড ইচ্ছামত পরিবর্তন করে সফটওয়্যার কে আরও উন্নত করতে পারছেন। সমস্যা বা Bug দেখা দিলে সমাধান করতে পারছেন।

অতপর নানা আলোচনা শেষে চা বিরতির পর উবুন্টু ব্যবহারে উৎসাহীদের মধ্যে উবুন্টু সিডি ও ডিভিডি বিতরণ করাহয়।এভাবে শেষ হল উবুন্টু 8.04 হার্ডি হ্যারন রিলিজ পার্টি। এ আয়োজন কি কতটুকু সফল হল তা আপনারাই বিচার করবেন। তবে আমি এ আয়োজন কে সফলই বলবো। কারন তারা ইউজারদের কে উবুন্টুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে উৎসুক লিনাক্স ব্যবহারকারীর সমস্যার সমাধান দিয়েছে আর যারা উবুন্টু সিডি সংগ্রহ করেছেন তারাও নিশ্চই উবুন্টু ব্যবহার শুরু করবেন।

এই পার্টিতে যেহেতু আমি উপস্থিত ছিলাম তাই সেখানে আলোচনার সারসংক্ষেপ এখানে তুলে ধরলাম।

আর উবুন্টু বাংলাদেশের ভবিষ্যত আয়োজন সম্পর্কে জানতে বা তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখুন -

ওয়েবসাইট: http://www.ubuntu-bd.org
মেইলিং লিষ্ট: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

উক্ত পার্টির কিছূ ছবিঃ
http://flickr.com/photos/omiazad/sets/72157604851163243/


ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

 

মন্তব্যগুলো (0)
মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts