মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

কাজের যত মুক্ত সফটওয়্যার
জেন কাট কিভাবে ইন্সটল করব?...
OpenSuse 10.1 লিনাক্সে ব্যবহার করুন একুশে ইউনিজয় লেআ�...
I need help for Ubuntu 8.10. I tried what Omi Bhai says. But it does...
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
@ নাসির Bhai, :D I a really impressed to read this topic...
GCC (GNU Compiler Collection)
Helpful topic for the novice.
কাজের যত মুক্ত সফটওয়্যার
Thanks মুনির হাসান k for his informative article...
উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্...
উবুন্টু বা লিনাক্সে রুট ই&#-5330;.
উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক�...
দারুন লিখেছেন...

Flock ওয়েব ব্রাউজার
Written by Ishtiaque Ahmed   
শনিবার, 14 জুলাই 2007

Flock হচ্ছে এমন একটি ওয়েব ব্রাউজার যা আপনার ইন্টারনেট ব্রাউজিং এর মোটামুটি সকল চাহিদাই মেটাতে পারে। প্রথমে এটিকে দেখে মোজিলা ফায়ারফক্স মনে করে ভূল হতে পারে। তবে এটি তা নয়। তবে এটিও সত্য যে ফায়ারফক্স যে প্রযুক্তি ব্যবহার করে তৈরী এটিও সেই একই প্রযুক্তি ব্যবহার করে তৈরী। তবে ফিচারের দিক থেকে এটি ফায়ারফক্স থেকে অনেক অনেক এগিয়ে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

 তবে আসুন দেখা যাক কি কি ফিচার আছে এতেঃ

 

Photo & Video

 Flock চালু করবার পর বামের উপরের দিকে অনেকগুলো আইকন দেখাযাবে যার মধ্যে ৪র্থ নং আইকনটি চাবিসদৃশ্য যেটিতে ক্লিক করলে সাইডবারে account and Services Bar আসবে। এখানে ফ্লক যে সকল সার্ভিস বা সুবিধা দেয় তার লিস্ট দেখাবে । এখান থেকে আপনি কোনটিতে লগইন করলে উপরে হাইলাইট করে দেখাবে আপনি কোন কোন সার্ভিসে লগইন করেছেন। তারপর Tools থেকে Media Bar এ ক্লিক করলে আপনি সেখান থেকে Flickr,Youtube, PhotoBucket, Truveo ইত্যাদি থেকে ছবি বা ভিডিওর থাম্বনাইল দেখতে পারেন এবং এগুলোর মধ্যে কোনটিতে আপনি লগইন অবস্থায় থাকলে শুধু আপনার ছবি বা ইউটিউব ভিডিও দেখতে পাবেন। আপনার প্রিয় কারো ফ্লিকার পেজ বা ইউটিউব পেজে গেলে এ্যাড্রেসবারে কমলা রংএর আইকন দেখাযাবে বা পপআপএর মাধ্যমে নোটিফিকেশনে জানানো হবে যে আপনি সেই পেজটি মিডিয়াস্ট্রিমের ফেভারিট লিস্টে এ্যাড করতে চান কিনা । করলে পরবর্তীতে তার আপলোড করা নতুন ছবিগুলো আপনি Media Bar থেকে দেখতে পাবেন।

 


 

 

Blog Anything!


 Flock এর নিজেস্ব ব্লগ এডিটর রয়েছে যার দ্বারা আপনি Blogger , Blogsome , LiveJournal , Typepad , Wordpress , Xanga ইত্যাদি ব্লগে বা নিজেস্ব হোস্ট করা ব্লগে লেখা পোষ্ট করতে পারবেন Flock ব্রাউজার থেকে সরাসরি। এডিটর টি আপনি খুজে পাবেন Tools > Blog Editor এ। তবে আপনাকে অন্তত একটি ব্লগ একাউন্ট এ্যাড করতে হবে।

 

 

 

Online Favorites


 

 অনলাইন বুকমার্ক সাইট যেমন del.icio.us বা ma.gnolia.com ইত্যাদি Flock এর সার্ভিসের সাথে যুক্ত আছে । আপনি এগুলোতে লগইন অবস্থায় থাকলে আপনি যদি কোন সাইট বুকমার্ক করতে চান তাহলে সেটি লোকালভাবে আপনার ব্রাউজারে বা এই সাইটগুলোতে একসাথেই বুকমার্ক করার সুবিধা পাবেন।

 

 

 

Find


 খোঁজাখুজির জন্য Flock এও ফায়ারফক্সের মত Find বক্স দেয়া আছে। আপনি যেমন এদিয়ে কোন নির্দিষ্ট সাইট সার্চ করতে পারবেন তেমনি নতুন নতুন সাইট সার্চের জন্য যুক্ত করতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Favorites

কোন সাইট বুকমার্ক করে রাখার জন্য এ্যাড্রেসবারের পাশেই স্টার আইকন আছে যেটিতে ক্লিক করলেই সহজে সাইট বুকমার্ক করে রাখা যাবে।

 

 

Media Minibar


এটিই বলতে গেলে Flock এর সবচেয়ে আকর্ষনীয় ফিচার। এটি সম্পর্কে প্রথমেই বলে ফেলেছি তবুও বলি এর মাধ্যমে আপনি যেমন ফটো বা ভিডিও সার্চ করতে পারবেন তেমনি সার্চ করা ভিডিও বা ছবির থাম্বনাইল দেখতে পাবেন পাশাপাশি । এছাড়াও আপনার বা অন্যের ফ্লিকার এ্যাকউন্টের নতুন নতুন ছবিগুলো থাম্বনাইলে দেখতে পাবেন উক্ত সাইটে না গিয়েই। এছাড়াও সেখানে কমলা রংএর স্টার বাটনে ক্লিক করে সার্চড কি-ওয়ার্ড গুলোকে ফেভারিটে এ্যাড করে রাখতে পারবেন এবং পরে নতুন আপডেট এলে তাও দেখতে পাবেন।

 

 

My World

Flock এ My World নামে একটি অংশ আছে যাতে আপনার  সব ফেভারিট আইটেম গুলো দেখতে পাবেন যেমন আপনার ফেভারিট সাইট , আরএসএস ফিড বা Media Bar থেকে বুকমার্ক করা ছবি বা ভিডিও গুলো। এটি আপনি Flock এর উপরের দিকের বামে যে কতগুলো আইকন আছে তার প্রথমটিতে ক্লিক করলে বা এ্যাড্রেসবার থেকে about:myworld লিখে এন্টার দিলেও পাবেন।

 

 

Indicators

আপনি ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন এ্যাড্রেস বারে বামে যে আইকন গুলো আছে তার কোনকোনটি কমলা রং এর হয়ে গেছে। এর মাধ্যমে আপনি কোন সাইটের ফিড যুক্ত করা , বা সার্চ অপশন থাকলে সেটি Flock এর সার্চ বক্সে যুক্ত করা বা নির্দিষ্ট কিছু সাইট যেমন ফ্লিকার বা ইউটিউবে গেলে ভিডিও বা ছবি media streams এ যুক্ত করা যা পরবর্তীতে Media Bar থেকে দেখা যাবে।

 

Notifications

যদি নতুন ফিড আপডেট আসে বা media streams এ নতুন আইটেম আসে বাম পাশে উপরের আইকন গুলো glow করতে থাকবে । 

 

Email Links

 


এ্যাড্রেসবারে ডানে একটি আইকন আছে যা দ্বারা আপনি যে সাইট ভিজিট করছেন তার লিন্কটি ইমেইল করে দিতে পারবেন

Photos and Videos Drag and drop

 

 আপনি ব্লগ বা ইমেইল লেখার সময় Media Bar থেকে ছবিগুলো সরাসরি আপনার ব্লগে বা ইমেইল যুক্ত করতে পারবেন। এছাড়াও ছবিতে মাউস কার্সর রাখলেএকটি এ্যারো আইকন দেখাযাবে যেটিতে ক্লিক করলে শেয়ারিং সংক্রান্ত ডিটেইল যেমন ছবিটির থাম্বনাইল লিন্ক বা অরিজিনাল লিন্ক ইত্যাদি পাওয়া যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Upload Photos

 

 Flock এর Photo Uploader এর মাধ্যমে আপনি একবারে ১০০০টি ছবি আপলোড করতে পারবেন। তবে নির্দিষ্ট ফটোআপলোডিং সাইট যেমন ফ্লিকার বা ফটোবাকেট এ লগইন অবস্থায় থাকতে হবে।

 

 

 

 

Web Clipboard & Blogging

 

 Flock এর Web Clipboard এর মাধ্যমে আপনি ওয়েবসাইটের টেক্সট, লিন্ক , ইমেজ গুলো Drag  করে এনে Web Clipboard এ সংরক্ষন করতে পারেন এবংইমেইল লেখার সময় বা ব্লগ পোষ্টিং এর সময় পুনরায় সেগুলো ড্রাগ করে ইমেইল বা ব্লগ এডিটরে আনতে পারেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই হল গিয়ে Flock ব্রাউজার এবং এর ফিচার সমূহ আর ট্যাব ব্রাউজিং এর মত ফায়ারফক্সের কমন ফিচারগুলোতো আছেই । এছাড়া ফায়ারফক্সের এক্সটেনশন গুলো কাজ করতে পারে তবে নিশ্চয়তা দেওয়া যায়না। তবে Flock এর নিজেস্ব এক্সটেনশন ও আছে http://extensions.flock.com/addons  ।

এটি উইন্ডোজ লিনাক্স এবং ম্যাক সকল অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এটির সাম্প্রতিক সংস্করন হচ্ছে ০.৯.০

লিন্কঃ http://www.flock.com/

 

 

ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

মুক্ত রিপোর্টার 

 

মন্তব্যগুলো (4)
...
লিখেছেন omi on July 15, 2007

দারুন!
এরকম রিভিউ আরও দরকার। ইন্টারনেটে এখনো অনেক সুবিধা সম্পর্কে আমরা অনেক কিছু জানিনা। এই ব্রাউজারে এড ব্লক ব্যবহার করা যায় কি-না সেটা কিন্তু জানা হলো না।

re
লিখেছেন Ishtiaque Ahmed Foisal on July 15, 2007

ফায়ারফক্সের মতই পপআপ ব্লকিং সুবিধা আছে। আমি দেখেছি

কিন্তু..
লিখেছেন �˹�� on August 16, 2007

এটা আমিও ব্যবহার করেছি। কিন্তু কেন যেন ফায়ারফক্সকেই সঠিক ফক্স বলে মনে হয়!

ok
লিখেছেন Ishtiaque Ahmed Foisal on September 19, 2007

যারা মাল্টিমিডিয়া সহ উপরোক্ত ফিচার গুলি ভোগ করতে চান তাদের জন্য ফ্লক। তবে আমার মোজিলাই পছন্দ। তবে ব্রাউজার হিসেবে আমার সবচেয়ে পছন্দের ব্রাউজার হল অপেরা ৯

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts