"ওপেন সোর্স, ওপেন কন্টেন্ট" শীর্ষক সেমিনার |
Written by শাহজাহান সিরাজ
|
বুধবার, 28 মার্চ 2007 |
দেশে ওপেন সোর্স সফটওয়্যারের জনপ্রিয়তা ও এর ব্যাবহার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে Soft Expo 2007 এ আগামী ৩০ মার্চ "ওপেন সোর্স এন্ড ওপেন কন্টেন্ট" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ২:৩০ টায় শুরু হবে এই সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (BdOSN) জনাব মুনির হাসান এবং জনাব ফকরুজ্জামান। প্রফেসর ডঃ এম মানসুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রফেসর ডঃ জাফর ইকবাল। বেসিস এবং বিডিওএসএন সেমিনারটির যৌথ আয়োজক। খবর বিডিওএসএন প্রেস রিলিজ
Powered by Azrul's Jom Comment |