আপনারা যারা আমার পূর্বে লেখা উবুন্টু টিউটোরিয়াল গুলো
পড়ে প্রণোদিত হয়ে Ubuntu ইনস্টল করেছেন তাদের অনেকেই মাল্টিমিডিয়া অর্থাৎ
এমপি৩ (MP3) ও বিভিন্ন ভিডিও ফাইল প্লে করতে পারছেন না। এর কারন, আইনগত
কারনে উবুন্টুতে সরাসরি এসব কোডেক দেয়া থাকেনা এগুলো ইন্টারনেট থেকে
উবুন্টু রিপোজিটরী থেকে ডাউনলোড করে নিতে হয়। কিন্তু যাদের ইন্টারনেট
সংযোগ নেই তারা কি করবেন??
এ সকল ব্যবহারকারীর প্রয়োজনীয়তার কথা ভেবে বাংলাদেশী ডেভলপার
সালাউদ্দিন পাশা ( যিনি অন্কুরের একজন স্বেচ্ছাসেবক) একটি এডঅন সিডি তৈরী
করেছেন যাতে এসকল অডিও ভিডিও কোডেক মিডিয়া প্লেয়ার প্রয়োজনীয় ইন্টারনেট
এপ্লিকেশন সহ সফটওয়্যার ডেভলপমেন্টের প্রয়োজনীয় এপ্লিকেশন রয়েছে।
তবে এপ্লিকেশনের পূর্ণাঙ্গ তালিকা পেতে চাইলে এখানে ক্লিক করুন
http://sites.google.com/site/addonpackages/Home
প্যাকেজের মধ্যে উল্যেখযোগ্য প্যাকেজ গুলো হচ্ছেঃ
মাল্টিমিডিয়াঃ
- Dvdrip – ডিভিডি রিপিং এর জন্য আরো রয়েছে Mencoder, Subtitleripper,
- Player – Gnome-mplayer, Helix-Player, Mplayer, Videolan VLC Player, XinePlayer
- wammu – মোবাইল ফোন ম্যানেজার
- SWF Tools – pdf2swf, jpeg2swf, png2swf, gif2swf, font2swf, wav2swf, swfcombine, swfextract ইত্যাদি কাজে ব্যবহৃত হয়
- wav2cdr- ওয়েভ মিউজিক ফাইলকে অডিও সিডির উপযোগী ফাইলে রুপান্তর করে
- Sound-Juicer- গনোম ডেক্সটপের জন্য সিডি রিপার
- Soundconverter- গনোম ডেক্সটপের জন্য সাউন্ড কনভার্টার যা অডিও ফাইল
কে Ogg Vorbis, FLAC, or WAV format, MP3 ইত্যাদি format এ কনভার্ট করে।
আর সবরকম অডিও ভিডিও কোডেক তো রয়েছেই
ডেভলপমেন্টঃ
এই এড অন সিডিতে রয়েছে প্রয়োজনীয় অনেকগুলো প্রোগ্রামিং ও ডেভলপিং এর সহায়ক অনেক গুলো এ্যাপলিকেশন
ইন্টারনেটঃ
- gwget – লিনাক্স এর জনপ্রিয় কমান্ডলাইন ডাউনলোড ম্যানেজার wget এর গ্রাফিক্যাল সংস্করণ
- XChat- IRC চ্যাটিং এ্যাপলিকেশন
এগুলো সহ আরো অনেক এ্যাপলিকেশন
ডাউনলোড লিন্ক
মিডিয়াফায়ার
ইন্সলেশন
Add-On.tar.gz ফাইল টি ডাউনলোড করে আনজিপ করুন এবং Simple_Add-On ফাইল
টি রান করুন তাহলে আইকন সহ তিনরকম অপশন পাবেন। শুধু মাল্টিমিডিয়া প্যাকেজ
ইনস্টল করতে চাইলে প্রথমটি, ইন্টারনেট সম্পর্কিত প্যাকেজ ডাউনলোড করতে
চাইলে দ্বিতীয়টি, সফটওয়্যার ডেভলপমেন্ট সম্পর্কিত এ্যাপলিকেশন ইনস্টল করতে
চাইলে তৃতীয় অপশন টিতে ক্লিক করুন তাহলে প্যাকেজ সমূহ ইনস্টল হয়ে যাবে।
আর সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন :
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
এ
Powered by Azrul's Jom Comment |