মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

elephants dream - একটি মুক্ত চলচ্চিত্র
তারা একই ধারায় সম্প্রতি আ&#-5330;.
উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক�...
অফিসের সার্ভার থেকে অনেক &#-5330;.
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
কাজের একটা পোষ্ট পেলাম । ধ...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
বাংলাদেশের পরিপ্রেক্ষীত&#-5330;.
বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার
মোদের গরব মোদের আশা আমরি म..
উবুন্টুলিনাক্স বিতরণ করছে BDOSN
There are a lots of software and developer who are working for devel...
কাজের যত মুক্ত সফটওয়্যার
জেন কাট কিভাবে ইন্সটল করব?...

Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার
Written by Ishtiaque Ahmed   
শুক্রবার, 28 নভেম্বার 2008
গান শুনতে আমরা কমবেশী সবাই পছন্দ করি। যারা কম্পিউটারে গান শোনেন এবং যার অনেকগুলো গানের সংগ্রহশালা আছে তারা নিশ্চই এমন একটি সফটওয়্যার চান যার মাধ্যমে বিভিন্ন গায়ক বা বিভিন্ন এলবামের গান সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় যাতে সহজেই গানসমূহ খুঁজে পাওয়া যায় এবং শোনা যায়। উইন্ডোজ বা ম্যাক ওএস এর ক্ষেত্রে এমন একটি সফটওয়্যারের নাম হল ” iTune ” । তবে কি হবে আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন। লিনাক্সে একই সাথে গান শোনা এবং গান ব্যবস্থাপনার একটি সফটওয়্যার হল “Banshee” ।  
banshee-slide-device-overview Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার
 
ইউজার ইন্টারফেস সাধারন হলেও অনেক কাজের কাজী এই Banshee । এর মাধ্যমে আপনি ইচ্ছা মত নির্দিষ্ট গায়ক বা নির্দিষ্ট এলবামের জন্য প্লে লিস্ট তৈরী করতে পারেন, আপনি এ্যাপল আইপডের ব্যবহারকারী হলে বানশী দিয়ে গান সমূহ Synchronise করতে পারবেন এমনকি এতে পডকাস্টিং এর পুরোপুরি সাপোর্ট আছে, বানশীর সাম্প্রতিক সংস্করণ ১.৪ দিয়ে আপনি শুধু গান নয় ভিডিও ব্যবস্থাপনা করতে পারবেন এবং প্লেলিস্ট তৈরী ও ভিডিও প্লে করতে পারবেন,আপনি গানসমূহ কে রেটিং করতে পারবেন এবং রেটিং অনুযায়ী গানপ্লে করতে পারবেন। বানশীকে আপনি একটি মিউজিক লাইব্রেরীও বলতে পারেন।

তবে আসুন দেখা যাক কি কি নতুন ফিচার আছে Banshee ১.৪ এ:



উন্নত ডিভাইস সাপোর্ট

Banshee ১.৪ এ রয়েছে উন্নত ডিভাইস সাপোর্ট। এর মাধ্যমে আপনি আপনার আইপডের মিউজিকসমূহ synchroniz করতে পারবেন। এছাড়াও অন্যান্য এমপি৩ প্লেয়ার যেমন Creative Nomads বা mass storage device থেকে মিউজিকসমূহ synchroniz করা যাবে।


HTC Android G1 ফোন সাপোর্ট

Banshee নতুন আসা গুগলের Android G1 phone সাপোর্ট করে। এটি Android এ সংরক্ষিত মিউজিক ফাইল সমূহ চিনতে পারে এবং তা ইমপোর্ট করতে পারে।


Mac OS X সাপোর্ট

dmg Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার
প্রথম বারের মত Banshee পাওয়া যাবে Mac OS X অপারেটিং সিস্টেমের জন্য। যদিও ম্যাক ভার্সন টি এ মূহুর্তে বেটা পর্যায় রয়েছে।


Track Editor



banshee-0110-release-editor-metadata Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

 

Track Editor হচ্ছে বানশির এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি যেকোন মিউজিক ফাইলের মেটাডাটা সহ বিভিন্ন তথ্য যুক্ত করা বা পরিবর্তন করতে পারবেন। যেমন আর্টিস্টের নাম, এলবামের নাম, টাইটেল, রেটিং, Genre ইত্যাদি। কোন গানের টাইটেলের উপর enter বা ctrl+enter প্রেস করার মাধ্যমে আপনি এই অপশনটি পেতে পারেন।


Rescan Library Tool

rescan-library Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

এই অপশনটি Banshee ১.৪ এ নতুন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার মিউজিক লাইব্রেরীর গানের লিস্ট আপডেট করতে পারবেন। এর ফলে পূর্বের লিস্টের যে সকল গান আপনার কম্পিউটারে আর নেই সেগুলো লিস্ট থেকে মুছে যাবে।

এছাড়াও অন্যান্য ফিচার গুলো হল:



মিউজিক কালেকশন ইমপোর্ট করা



banshee-0110-release-import-dap Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

 

বানশি বিভিন্ন ভাবে আপনার মিউজিক ফাইল সমূহ ইমপোর্ট করতে পারে। যেমন- লোকাল হার্ডডিস্ক ড্রাইভ থেকে,অডিও সিডি থেকে,আইপড প্লেয়ার বা অন্যান্য এমপি৩ প্লেয়ার থেকে। বানশি MP3, AAC/MP4, ASF/WMA, OGG, FLAC এগুলো সহ অন্যান্য ফরমেটের মিউজিক ফাইল library তে ইমপোর্ট করতে পারে।


Subscribe to Podcasts



0_11_0_podcast-subscribe Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

বানশির মাধ্যমে আপনি Podcasts ফিড Subscribe করে আপনার প্রিয় পডকাস্ট শো ডাউনলোড করতে এবং শুনতে পারবেন। এমনকি পডকাস্ট সম্পূর্ণ ডাউনলোড না করেই স্ট্রিমিং শুনতে পারবেন।


Smart Playlists

240px-banshee-0110-release-smart-playlists Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

বানশির Smart Playlists ফিচারের মাধ্যমে আপনি বিভিন্ন criteria এর ভিত্তিতে প্রেলিস্ট তৈরী করতে পারেন। যেমন Playlist,Play Count,Artist, Rating ইত্যাদির ভিত্তিতে প্লেলিস্ট তৈরী করতে পারেন।


Play Queue

queue000 Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

 

Play Queue ফিচারটি বানশি ১.০ ভার্সনেই যুক্ত করা হয়েছিল। এর মাধ্যমে আপনি কতগুলো গানের লিস্ট তৈরী করতে পারবেন যেগুলো আপনি এ মূহুর্তে শুনতে চান। এজন্য লিস্ট থেকে যেকোন গান সিলেক্ট করে q বাটন প্রেস করলে তা Play Queue লিস্টে যুক্ত হয়ে যাবে।


Video Management

বানশির মাধ্যমে আপনি শুধূ মিউজিক লাইব্রেরীই নয় ভিডিও লাইব্রেরী ও তৈরী করতে পারবেন এবং বানশীর মাধ্যমে ভিডিও গুলো চালাতে পারবেন। ভিডিও লাইব্রেরী মিউজিক লাইব্রেরী থেকে আলাদা একটি লাইব্রেরী তাই ভিডিও লিস্ট গুলো মিউজিক লিস্ট এর সাথে মিশে যাবেনা।


Cover Art

বানশি অটোমেটিক মিউজিক গুলোর জন্য ইন্টারনেট থেকে কভারআর্ট ডাউনলোড করবে


Device Storage Bling



dap-bling Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

 

বানশি আপনার স্টোরেজ ডিভাইস যেমন আইপড বা এমপি৩ ডিভাইসে কতগুলো অডিও বা ভিডিও ফাইল আছে তাদের মোট সংখ্যা বা আকার কতটুকু বা কতটুকু ফ্রি স্পেস বাকি আছে তা ভিজুয়ালি প্রদর্শন করবে।

এরকম অসংখ্য ফিচার সম্বলিত Banshee 1.4 Music player এবং Music Management সফটওয়্যার টি নিশ্চিত ভাবে মিউজিক প্রেমীদের মন জয় করে নেবে।


ওয়েবসাইট: http://banshee-project.org/
ডাউনলোড: http://banshee-project.org/download/
উবুন্টুর জন্য এই কমান্ড: apt-get install banshee (Universe রিপোজিটরি থেকে)
Fedora লিনাক্সে yum এর মাধ্যমে ইনস্টলের জন্য: yum install banshee
ডেবিয়ান লিনাক্সের জন্য: apt-get install banshee
ম্যাকওএস ১০.৪(টাইগার) বা ১০.৫(লেপার্ড) এর জন্য Mono Framework প্রথমে ইনস্টল করে নিতে হবে।


ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

সৌজন্যে : টেকটিউনস

মন্তব্যগুলো (0)
মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts