উবুন্টুতে সাধারন কাজ গুলা করার জন্য বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করা থাকে। অর্থাৎ একজন নতুন ব্যাবহারকারী উবুন্টু ইনস্টলের পর কি কি নতুন সফটওয়্যার পাবেন এবং সেগুলা কোনটা কোন কাজে ব্যাবহার করা হয় সে সম্পর্কে এখানে ধারনা দেয়া হয়েছে।
Gedit (টেক্সট এডিটর)
Appearances >> Accessories >> Text editor
টারমিনাল থেকে ওপেন করতে হলে লিখুন: gedit
এক বা একাধিক ফাইল ওপেন করতে লিখুন: gedit filename1.txt filename2.txt
filename1.txt, filename2.txt দ্বারা নির্দিষ্ট টেক্সট ফাইলের নাম বুঝানো হয়েছে।
বিশেষ ফরম্যাটিং ছাড়া টেক্সট লেখা বা পড়ার কাজে ব্যাবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী প্লাগইনস যোগ করে এটিকে আরও শক্তিশালি করা যায়।
সব রকমের প্রোগ্রামের সংকতে এখানে লেখা যায়। সেভ করার পর বিভিন্ন অংশ গুলা বিভিন্ন রং এ দেখা যাবে।
Dictionary (ডিকশনারি)
Appearances >> Accessories >> Dictionary
টারমিনাল থেকে ওপেন করতে হলে লিখুন:gnome-dictionary
এই সফটওয়্যারের মাধ্যমে কোন শব্দের অর্থ ও সংজ্ঞা জানা যাবে।
Look up: লেখার পাশের খালি জায়গায় আপনার প্রয়োজনীয় শব্দটি লিখে Enter চাপলে নিচের খালি জায়গায় শব্দটির অর্থ ও সংজ্ঞা দেখাবে।
এখান থেকে প্রিন্ট করা বা কোন নির্দিষ্ট অংশ সেভ করা যাবে। ফলাফল অংশ থেকে কোন শব্দ খুুজতে পারবেন Edit >> Find ব্যাবহার করে।
Character map (ক্যারেকটার ম্যাপ)
Appearances >> Accessories >> Character Map
টারমিনাল থেকে ওপেন করতে হলে লিখুন:gnome-character-map
সকল
ভাষার উইনিকোড অক্ষর ও বিশেষ চিহ্ন গুলা এখানে পাওযা যাবে। এখান থেকে কপি
করে অন্যান্য অ্যাপলিকেশনে পেস্ট করা যাবে। এক সাথে অনেকগুলা ভাষা নিয়ে
কাজ করতে গেলে সবগুলা ভাষার সব অক্ষর কী-বোর্ড এ নাও পাওয়া যেতে পারে।
সেক্ষেত্রে এই অ্যাপলিকেশনটি ব্যাবহার করা যেত পারে।
Terminal (টারমিনাল)
Appearances >> Accessories >>Terminal
উবুন্টুর
সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলার মধ্যে একটি হল টারমিনাল।
কী-বোর্ড থেকে Ctrl+ Alt+ F1 থেকে Ctrl+ Alt+ F6 পর্যন্ত যে কোনটা
ব্যাবহার করে টারমিনাল ওপেন করা যাবে। তখন সম্পূর্ণ মনিটর জুড়ে টারমিনাল
ওপেন হবে।গ্রফিকাল মোড ওপেন করতে Ctrl+ Alt+ F7চাপতে হবে।
টারমিনাল ওপেন হওয়ার পর হোম ফোল্ডার নির্দেশ করে।টারমিনালের কিছু
প্রয়োজনীয় কমান্ড নিচে দেয়া হল।
Calculator (ক্যালকুলেটর)
Appearances >> Accessories >> Calculator
view থেকে Advanced বা Scientific সিলেক্ট করলে আরও বেশী অপশন পাওয়া যাবে।
Gimp (ছবি সম্পাদনা)
Applications >> Graphics >> Gimp Image Editor
ছবি সম্পাদনার অত্যান্ত কার্যকর একটি সফটওয়্যার।সকল ফরম্যাটের ছবি সম্পাদনা করা যায়।
F-Spot (ডিজিটাল ক্যামেরা থেকে ছবি কপি করা)
সাধারনত
সকল ডিজিটাল ক্যামেরা উবুন্টু সয়ংক্রিয়ভাবে সনাক্ত করতে পারে, এবং সেখান
থেকে ছবি কপি করার অপশন দেখায়। F-Spot Photo Manager নামক একটি সফটওয়্যার
দ্বারা এ কাজটি হয়। কোন ডিজিটাল ক্যামেরা যদি উবুন্টু সনাক্ত করতে না পারে
তবে Applications >> Graphics >> F-Spot Photo Manager ওপেন
করুন এবং File >> Import... সিলেক্ট করুন তবে ক্যামেরা থেকে ছবিগুলা
আপনার কম্পিটারে কপি হতে থাকবে।
Pidgin (ইনস্ট্যান্ট ম্যাসেজিং বা চ্যাট)
ইন্টারনেটের মাধ্যমে
ইনস্ট্যান্ট ম্যাসেজিং বা চ্যাট করা খুবই জনপ্রিয়। আমরা অনেকেই ইয়াহু,
এমএসএন ম্যাসেঞ্জার, বা গুগল টক ব্যাবহার করি। কেউ যদি তিনটি ম্যাসেঞ্জারই
ব্যাবহার করে তবে একই সাথে তাকে তিনটিই ওপেন রাখতে হবে।
উবুন্টুতে
Pidgin নামে একটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ইনস্টল করা থাকে। এই একটি মাত্র
সফটওয়্যার দিয়ে একই সাথে ১৫ ধরনের ম্যাসেঞ্জারের কাজ করা যায়। এবং একই
সাথে একাধিক অ্যাকাউন্ট ওপেন করে রাখা যায়। যেমন কারও যদি একই ডোমেইনের
একাধিক অ্যাকাউন্ট থাকে তব সে একই সাথে সবগুলা ওপেন রাখা যাবে। পিজিন দিয়ে
Facebook Chat ও ব্যাবহার করা যায়। তবে এর জন্য Pidgin Facebook Chat নামে
একটি প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Applications >> Internet >> Pidgin Instant Messenger
এখান
থেকে আপনি পিজিন ওপেন করতে পারবেন। প্রথমবার আপনাকে একটি অ্যাকাউন্ট অ্যাড
করতে বলা হবে, পরবর্তীতে প্রয়োজন মত অ্যাকাউন্ট যোগ করা যাবে। তাছাড়া
কাউকে অ্যাড করা বা রিকোয়েস্ট একসেপ্ট করা অন্যান্য ম্যাসেঞ্জারের মতই।
Firefox (ইন্টারনেট ব্রাউজ করা)
বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স উবুন্টুতে ইনস্টল করাই থাকে।
Applications >> Internet >> Firefox Web Browser
টারমিনাল থেকে ওপেন করতে লিখুন: firefox
Evolution (ইমেইল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট)
Evolution mail উবুন্টুর ইমেইল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার।
Applications >> Internet >> Evolution mail
Transmission (টরেন্ট ডাউনলোড)
টরেন্ট ডাউনলোড করার যে সফটওয়্যারটি উবুন্টুতে ইনস্টল করা থাকে তার নাম হল Transmission.
Applications >> Internet >> Transmission BitTorrent Client
Open Office (সাধারন ডকুমেন্ট, প্রজেন্টেশন ও স্প্রডশিট তৈরী)
কম্পিউটারে
আমাদের যে কাজগুলা সবচেয়ে বেশী করতে হয় তার মধ্যে সাধারন ডকুমেন্ট,
প্রজেন্টেশন ও স্প্রডশিট তৈরী অন্যতম।এখানে এই সবগুলা কাজ করার জন্য যে
সফটওয়্যারটি রয়েছে সেটি হল Open Office. মাইক্রোসফট অফিসের বিকল্প হিসাবে
এই সফটওয়্যারটি অত্যান্ত কার্যকর। নতুন নতুন প্লাগইনস যোগ করে আপনি এটি
আপনার প্রয়োজন মত সাজিয়ে নিতে পারবেন।
Applications >> Office
অডিও এবং ভিডিও ফাইল চালানো
ভিডিও ফাইল চালানোর জন্য উবুন্টুতে একটি সফটওয়্যার আছে Totem Movie Player ।
Applications >> Sound and Video >> Movie Player
তবে শুধু ভিডিও ফাইল না অডিও এবং ভিডিও ফরম্যাটের সব ফাইলই এর মাধ্যমে চালানো যাবে।
উবুন্টুর
সবচেয়ে জনপ্রিয় ভিডিও চালানোর সফটওয়্যার গুলার মধ্যে mplayer অন্যতম।
তাছাড়া vlc player নামে একটা অডিও ভিডিও প্লেয়ার আছে যেটি ইনস্টল করতে
যায়গা অনেক কম লাগে কিন্তু Movie player বা mplayer দিয়ে যে কাজ গুলা করা
যায় তার সবই করতে পারবেন এর মাধ্যমে।
Rythmbox Music Player উবুন্টুর অডিও ফাইল চালানোর সফটওয়্যার।এটি ইনস্টল
করাই থাকে।ওপেন করা যাবে Applications >> Sound and Video >>
Rythmbox Music Player থেকে। কম্পিউটারে যত অডিও ফাইল আছে সেই সবগুলা এই
সফটয়্যারের মাধ্যমে সমন্বয় করে মিউজিক লাইব্রেরী তৈরী করা যায়।
উবুন্টুতে
প্রথমেই উইন্ডোজের সব অডিও-ভিডিও ফাইল ফরম্যাট সাপোর্ট করে না এর জন্য
gstreamer নামে অতিরিক্ত কয়েকটি প্যাকেজ ইনস্টল করতে হয়। Synaptic Package
Manger থেকে gstreamer নামের প্যাকেজ গুলা সিলেক্ট করে ইনস্টল করা যাবে।
Audio CD Extractor (অডিও সিডি কপি করা)
অডিও
সিডি থেকে কম্পিউটারে সারসরি গান কপি করা যায় না।বিশেষ সফটওয়্যারের
মাধ্যমে কপি করতে হয়। উইন্ডোজ ব্যাবহারকারীরা Windows Media Player, Audio
Catalist, Audio Grubber, Music JuckBox এর মত সফটওয়্যার গুলা ব্যাবহার
করে। উবুন্টুতে এই কাজ গুলা করার জন্য যে সফটওয়্যার আছে সেটি হল Sound
juicer CD Extractor । অডিও সিডি সিডি রমে প্রবেশ করালে এখানে সবগুলা গান
সিলেক্ট হয়ে যাবে। Extract এ ক্লিক করলে গান কপি হওয়া শুরু হবে।
Applications >> Sound and Video >> Audio CD Extractor
Brasero (সিডি রাইট করা)
উবুন্টুতে
সিডি রাইট করার জন্য Brasero খুব ভালো একটি সফটওয়্যার। উবুন্টু ইনস্টলের
সময়ই এটি ইনস্টল হয়ে যায়। Applications >> Sound and Video >>
Brasero Disc Burning থেকে এটি ওপেন করা যায়। অডিও, ডাটা প্রোজেক্ট বা
সিডি ইমেজ বার্ন করার জন্য এখানে আলাদা আলাদা অপশন রয়েছে।
Powered by Azrul's Jom Comment |