মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 


 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
Different people all over the world get the home loans from differen...
কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
Do you recognize that it is correct time to receive the business loa...
কেন সফটওয়ারের মালিক থাকা উচিৎ নয়
I had a desire to make my own firm, nevertheless I didn\'t earn enou...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
I opine that to receive the mortgage loans from banks you must have ...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
Houses are expensive and not every person is able to buy it. Neverth...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
When you\'re in the corner and have got no cash to get out from that...
উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ�...
People deserve good life and home loans or just short term loan woul...

ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
Written by নাসির   
মঙগলবার, 14 অক্টোবার 2008
মজিলা-ফায়ারফক্স ব্যাবহারকরীরা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করি।
 অ্যাড-অন ইনস্টল করা ছাড়াও ফায়ারফক্সেই এর কনফিগারেশন পরিবর্তন করা যায়। about:config পেজটিতে ফায়ারফক্সের বিভিন্ন অংশ পরিবর্তনের অপশন পাওয়া যাবে।

মজিলা-ফায়ারফক্স ব্যাবহারকরীরা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করি।
 অ্যাড-অন ইনস্টল করা ছাড়াও ফায়ারফক্সেই এর কনফিগারেশন পরিবর্তন করা যায়। about:config পেজটিতে ফায়ারফক্সের বিভিন্ন অংশ পরিবর্তনের অপশন পাওয়া যাবে।


ফায়ারফক্সের ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার জায়গায় লেখতে হবে about:config
Enter কী চাপার পর একটি ওয়ার্নিং ম্যাসেজ দেখানো হয়। তখন "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এরপর বিশাল একটা লিস্ট আসবে। যে যে বিষয় গুলা পরিবর্তন করতে চাই তা Filter লেখার লেখাটির পাশের খালি জায়গায় লেখতে হবে।

১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করা
লোকেশন বারে(যেখানে ওয়ের সাইটের ঠিকানালেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।

২) সেশন রি-স্টোর বন্ধ  করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লেখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লেখলে বন্ধ হয়ে যাবে।

৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করা

সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লেখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।

৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে লেয়া যাবে।
লেখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)

৫) ভাইরাস স্ক্যান বন্ধ করা
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা ব্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।

লেখতে হবে: browser.download.manager.scanWhenDone
ডিফল্ট: TrueFalse
পরিবর্তন: False (বন্ধ হবে)

৬) ট্যাব স্ক্রল কনফিগার করা
অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ফায়ারফক্সে ট্যাব গুলার আকার(100px) হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। উদাহারন হিসাবে ৭০ দেয়া যাবে।
লেখতে হবে: browser.tabs.tabMinWidth
ডিফল্ট: 100
পরিবর্তন: 0 (বন্ধ হবে) অন্য যে নম্বর দেয়া হবে সেটি সেট হবে

৭) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্য়াবএ Close বাটন থাকে। এরফলে অনেকের কাজ করতে অসুবিধ হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন  Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা  Close বাটন থাকবে 

৮) স্ক্রপ্ট ওপেন হবার সময় পরিবর্তন
ফায়ারফক্স-৩ একটা স্ক্রপ্ট-এর রেসপন্স পারাব জন্যা মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করে। এর মধ্যে ওপেন না হলে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে নেয়া যায়।
লেখতে হবে: dom.max_script_run_time
ডিফল্ট: 10
পরিবর্তন: 15 বা অন্য কোন নাম্বার (10 এর বড়)

৯) বানান পরীক্ষা করা

সাধারনত একের বেশি লাইন েলখার অপশন থাকলেই কেবল বানান চেক করা যায় তবে এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: layout.spellcheckDefault
ডিফল্ট: 1 (একের বেশি লাইনে বানান চেক করবে)
পরিবর্তন:
0- কখনোই বানান চেক করবে না
2- সকল টেক্সট বক্সে বানান চেক করবে

১০) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লেখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)

১১)মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার 

(উইন্ডোজে ব্যাবহারকরীদের জন্য) ফায়ারফক্স মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল ম্যামরীতে চলে যাবে ফলে তখন ফিজিকাল ম্যামরীতে চাপ কমবে। প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করবে। এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউতের ডান বাটন ক্লিক করে New >> Boolean সিলেক্ট করুন।

নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True

১২) ফায়ারফক্সের গতি বাড়ান

লেখতে হবে: network.http.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True

লেখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True

লেখতে হবে: network.http.pipelining.maxrequests
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর

লেখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96

লেখতে হবে: network.http.max-connections-per-server
ডিফল্ট: 15
পরিবর্তন: 32

১৩) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো

যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে।ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানে যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।

ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লেখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে

১৪)সম্পূর্ণ URL সিলেক্ট করা
উইন্ডোজ বা ম্যাক এর লোকেশন বার-এ মাউস দিয়ে ক্লিক করলে সম্পূর্ণ URL সিলেক্ট হয় কিন্তু লিনাক্সে সেটি হয় না । যেখানে ক্লিক করা হয় সেখালেই কার্সরটি বসে থাকে। কিন্তু এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.clickSelectsAll
পরিবর্তন:
False- ক্লিক করা জায়গায় কার্সরটি থাকবে
True- সম্পূর্ণ লেখা সিলেক্ট হবে

১৫) অটোফিল URL
কোন অ্যাড্রেস লেখা শুরু করলে এর বাকি অংশটুকু লেখা হয়ে যাবে।
লেখতে হবে: browser.urlbar.autofill
ডিফল্ট: False
পরিবর্তন: True (URl অটোফিল হবে)

১৬) সকল ক্ষেত্রে একই জুম লেভেল
ফায়ারফক্সে ওয়েবপেজ গুলা গুম করে দেখা যায়। সব পেগই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন।
লেখতে হবে: browser.zoom.siteSpecific
ডিফল্ট: True
পরিবর্তন: False(সব ওয়েবসাইটের সমান গুম প্রিফঅরেন্স)

১৭)জুম লিমিট সেট করা
এখন যে ভাবে গুম হচ্ছে তা যদি আপনার পছন্দ না হয় তবে তা পরিবর্তন করতে পারবেন।
লেখতে হবে: zoom.maxPercent
ডিফল্ট: 300(পার্সেন্ট)
পরিবর্তন: 300 থেকে বড় কোন নম্বর

লেখতে হবে: zoom.minPercent
ডিফল্ট: 30(পার্সেন্ট)
পরিবর্তন: যে কোন নম্বর

১৮) ফায়ারফক্সে অটোস্ক্রল
উইন্ডোজে ফায়ারফক্সে অটোস্ক্রল করা যায়। কিন্তু লিনাক্সে ডিফল্ট ভাবে এই অপশনটা থাকে না। অটো স্ক্রল চালু করতে নিচের মত অপশনগুলা সেট করে অটোস্ক্রল অন করতে হবে।
লেখতে হবে: middlemouse.contentLoadURL
পরিবর্তন: False
লেখতে হবে: middlemouse.openNewWindow
পরিবর্তন: False
লেখতে হবে: middlemouse.paste
পরিবর্তন: False

লেখতে হবে: general.autoScroll
পরিবর্তন: True

১৯) Backspace বাটন সেট করা

ফায়ারফক্সে Backspace বাটনটি দুই ভাবে ব্য়াবহার করা যায়। আগের পেজে যেতে বা Page up এর কাজ করতে।
লেখতে হবে: browser.backspace_action
ডিফল্ট: 2 (কোন কাজ হবে না)
পরিবর্তন:
0- আগের পেজ ওপেন হবে
1- Page up এর কাজ করতে।

২০) অফলাইন ক্যাশ বাড়ানো

সাধারন ভাবে ফায়ারফক্স সর্বচ্চ 500MB অফলাইন ক্যাশ হিসাবে ব্যাবহার করে। কারও প্রয়োজন হলে এটি বাড়ানো বা কমানো যাবে।
কনফগ: browser.cache.offline.capacity
ডিফল্ট: 512000(কিলোবাইট)
পরিবর্তন: 512000 থেকে বড় কোন নম্বর দিলেক্যাশ বাড়বে

২১) ফায়ারফক্স-৩ এর বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট করা
ফায়ারফক্স-৩ places.sqlite ফাইলে বুকমার্ক ব্যাকআপ রাখে। কিন্তু bookmarks.html এ সেভ করলে এক্সপোর্ট করা বা অন্য ব্রাউজারের সাথে সিনকোনাইজ করতে সাহায্য করে।
কনফিগ: browser.bookmarks.autoExportHTML
ডিফল্ট: False
পরিবর্তন: True(বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট হবে)

২২) অ্যাডঅন ইনস্টলের সময় ডিলে টাইম বন্ধ করা

প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে এই ডিলে বন্ধ করা যায়।
কনফিগ: security.dialog_enable_delay
ডিফল্ট: 2000(msec)
পরিবর্তন:
0- সাথেসাথে ইনস্টল শুরু হবে
অন্য যে কোন নম্বর(msec)

২৩) সোর্স পছন্দের এডিটরে ওপেন করা
কোন ওয়েব পেজ এর সোর্স দেখি ফায়ারফক্সের নতুন একটি উইন্ডোতে। কিন্তু এটি আপনার পছন্দের এডটরে ওপেন করা যাবে।
কনফিগ: view_source.editor.external
ডিফল্ট:  False
পরিবর্তন: True

কনফিগ: view_source.editor.path
ডিফল্ট: blank
পরিবর্তন: এডিটরের ফাইল পাথ

২৪) ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড
ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড হয়ে যায়। কিন্তু কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে।
কনফিগ: browser.fullscreen.autohide
ডিফল্ট: True (সবসময় অটোহাইড)
পরিবর্তন: False (সবসময় টুলবার থাকবে)

২৫) Add-on সার্চ রেজাল্ট বাড়ানো
Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে কেবল ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়।
কনফিগ: extensions.getAddons.maxResults
ডিফল্ট: 5
পরিবর্তন: 5 এর থেকে বড় যে কোন নম্বর
মন্তব্যগুলো (2)
I am impressed
লিখেছেন Abu Faisal Ahmed on December 28, 2008

@ নাসির Bhai,
I a really impressed to read this topic. And I found it useful to me. Thanks for the informative topic. Hoe we will get soon like this one.......

good jobs
লিখেছেন salimraj on June 3, 2009

কাজের একটা পোষ্ট পেলাম ।
ধন্যবাদ নাসির ভাইয়া .........

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Powered by Azrul's Jom Comment
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts