|
মুক্ত মেইলিং লিস্ট
|
Subscribe to মুক্ত
|
Visit this group
|
আর্কাইভ -
অক্টোবার, 2007
-
জুলাই, 2007
-
মে, 2007
-
মার্চ, 2007
-
ফেব্রুয়ারী, 2007
-
জানুয়ারী, 2007
-
ডিসেম্বার, 2006
-
নভেম্বার, 2006
-
অক্টোবার, 2006
-
সেপ্টেম্বার, 2006
|
|
টিউটোরিয়াল
Written by ahmed
|
বুধবার, 06 আগস্ট 2008 |
অনেক সময় দেখা যায় কোনো জরূরী সফটওয়্যার আপনি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু সেটি আপনাকে ডাউনলোড করতে হবে আর,পি,এম ফরম্যাটে অথচ আপনি ব্যবহার করছেন উবুন্টু অথবা ডেবিয়ান বেইজড যে কোনো ডিস্ট্রো সেক্ষেত্রে সফটওয়্যারটির ডেব প্যাকেজ খুজে বের করতে হয় যা অনেক সময় পাওয়া যায় না। তখন খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন নিম্নোক্ত উপায়ে।
এর জন্য যা যা লাগবে:
১/ আর,পি,এম/ডেব প্যাকেজ ম্যানেজার
২/ জিসিসি কম্পাইলার
৩/ এলিয়েন সফটওয়্যার
সাধারণত এইগুলা নতুন ডিস্ট্রোর সাথে আপনি রেডি পেয়ে যাবেন নতুন করে ইন্সটল করার প্রয়োজন নেই। সুতরাং আপনাকে এখন শুধু মাত্র আসল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে।
[b]বি:দ্র:[/b] [i]যারা ডেবিয়ান বেইসড ডিস্ট্রো(উবুন্টু,লিনাক্স মিন্ট,ড্রিম লিনাক্স) ইউজ করছেন না তারা এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য [url=ftp://ykbsb2.yk.psu.edu/pub/alien/]এখান থেকে[/url] আলাদা ভাবে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।[/i]
এখন আপনাকে ইন্সটল করতে হবে এ্যালিয়েন নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির কাজ হলো বিভিন্ন প্যাকেজ এক এক্সটেনশন থেকে আরেক এক্সটেনশনে কনভার্ট করা। এর মাধ্যমে আর,পি,এম থেকে ডেব, স্ল্যাকের টিজিযে, স্ট্যাম্পিডের এসএলপি ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। এটি সিনাপ্টিকে Alien নামে সার্চ দিলেই পেয়ে যাবেন।
কিংবা কমান্ড লাইন থেকে ইন্সটল করার জন্য লিখুন
[code]apt-get install alien[/code]
অথবা সোর্স কোড থেকে ইন্সটল করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে [url=http://ftp.de.debian.org/debian/pool/main/a/alien/alien_8.72.tar.gz]এই প্যাকেজটা[/url]
হয়ে গেল ইন্সটলেশন এবার কাজের পালা
ধরুন আমি ইংকস্পেস নামে একটি সফটওয়্যার ডাউনলোড করেছি আর,পি,এম ফরম্যাটে এটিকে যদি আমি ডেব ফরম্যাটে নিয়ে উবুন্টুতে ইন্সটল করতে চাই তাহলে আমাকে কমান্ড লাইনে গিয়ে টাইপ করতে হবে
[code]# alien -i inkscape-2.1.3.rpm[/code]
এই একটি মাত্র কমান্ড দিলেই এটি প্রথমে প্যাকেজটিকে আনপ্যাক করবে একটা ডিরেক্টরিতে এরপরে এটিকে আবার ডেব ফরম্যাটে কনভার্ট করবে এবং সবশেষে
[code]dpkg -i inkscape-2.1.3.deb[/code]
ব্যবহার করে (এই কমান্ড হলো কনসোল থেকে কোনো ডেব ফরম্যাটের সফটওয়্যার ইন্সটল করার উপায়, যদিও উবুন্টুতে গ্রাফিকালি ইন্সটল হয়ে যায় কিন্তু অনেক ডেবিয়ান বেইজড ডিস্ট্রোতে ডেব ফরম্যাটের সফটওয়্যার এই কমান্ড প্রয়োগ করে ইন্সটল করা লাগে) এটিকে ইন্সটল করবে।
এবার যেটি ইন্সটল করলেন সেটিকে আন্সটল করার জন্য অথবা কোনো পরিবর্তন করার জন্য ডিপিকেজি কমান্ড ব্যবহার করতে পারবেন সরাসরি।
|
|
Written by Ishtiaque Ahmed
|
সোমবার, 23 জুন 2008 |
হার্ডডিস্ক পার্টিশনিং হচ্ছে আপনার হার্ডডিস্ক কে কয়েকটি ভাগ করা।অর্থাৎ আপনার কম্পিউটার বুঝবে আপনার হার্ডডিস্কটি কয়েকটি ভাগে বিভক্ত । এর ফলে আপনি একটি পার্টিশনে আপনার ওএস টি ইনস্টল করে অন্য পার্টিশনে রাখতে পারেন। Non-technical user বা যে সকল কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার চালনায় খুব একটা অভিজ্ঞ নয় তারা হার্ডডিস্ক পার্টিশনিং ব্যাপারটাকে ভয় পেয়ে থাকে, এইবুঝি তাদের মুল্যবান ডাটা মুছে গেল। ব্যাপারটি লিনাক্স ইনস্টলের সময়ও ঘটে থাকে। যেমন লিনাক্সের জন্য ext3 পার্টিশন তৈরী করতে হয়। অনেকে হার্ডডিস্ক পার্টিশন করতে গিয়ে ভূল বসত নিজের ডাটাফাইল সমূহ মুছে ফেলতে পারেন। এক্ষেত্রে ব্যবহারবান্ধব একটি ডিস্ক পার্টিশনিং সফটওয়্যার রয়েছে যার নাম হচ্ছে "নরটন পার্টিশন ম্যাজিক" তবে এটি ফ্রি নয়। তবে এমন একটি ব্যাবহার বান্ধব ফ্রি ও ওপেনসোর্স হার্ডডিস্ক পার্টিশনিং সফটওয়্যার রয়েছে যার নাম Gnome Partition Editor বা সংক্ষেপে "GParted"
|
Read more...
|
|
Written by অমি
|
সোমবার, 07 জানুয়ারী 2008 |
সম্প্রতি অঙ্কুর মোজিলা ফায়ারফক্স এবং মোজিলা থান্ডারবার্ডের জন্য বাংলা বানান নিরিক্ষক অভিধান রিলিজ দিয়েছে। এই বানান নিরিক্ষক অভিধানের উদ্দেশ্য হলো যারা ফায়ারফক্স বা থান্ডারবার্ডে ইউনিকোড বাংলা লিখেন, তাদের বানানের ভুল ধরতে এই বানান নিরিক্ষক অভিধান সহযোগিতা করবে। কম্পিউটারে বাংলা ব্যবহারকারীদের জন্য এটা চমৎকার একটা উপহার। আমি এখানে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এই বানান নিরিক্ষক অভিধান ব্যবহার করা যাবে। প্রথমে আমরা ফায়ারফক্সে এর ব্যবহার দেখবো এবং পরে দেখবো থান্ডারবার্ডে। এখনো এটাতে ছোটো ছোটো কিছু সমস্যা আছে, আশা করা যায় অঙ্কুর এগুলিকে ভবিষ্যত সংস্করণে কাটিয়ে উঠবে। ফায়ারফক্সে এই বানান নিরিক্ষক অভিধান ব্যবহার করার জন্য আমাদেরকে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে এই লিঙ্কে যেতে হবে। সেখানে bn-BD_dictionary_0.0..> একটি লিঙ্ক দেখা যাবে। সেটাতে ক্লিক করলে আমরা আমাদের উইন্ডোতে এরকম একটি তথ্য দেখতে পাবো: 
|
Read more...
|
|
Written by Ishtiaque Ahmed
|
মঙগলবার, 20 মার্চ 2007 |
আপনি যদি নতুন লিনাক্স ব্যবহারকারী হন বা মাত্র লিনাক্স ব্যবহার শুরু করেছেন। তবে দেখে থাকবেন যে আপনার অন্যান্য হার্ডডিস্ক ড্রাইভ কোথাও দেখা যাচ্ছে না। কারন লিনাক্সে হার্ডডিস্ক , ইউএসবি বা রিমুভেবল ডিস্ক দেখানো হয় mount করার মাধ্যমে।তবে কিছু কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন startup এর সময় হার্ডডিস্ক মাউন্ট করে থাকে। যেমনঃ Ubuntu Linux , OpenSuse 10.1।
|
Read more...
|
|
Written by Ishtiaque Ahmed
|
মঙগলবার, 20 মার্চ 2007 |
আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন। তবে দেখে থাকবেন লিনাক্সে “Probhat” নামে বাংলা কি বোর্ড লেআউট আছে। যেটি একটি ফোনেটিক লেআউট। যেমন
k= ক
b= ব বা
m=ম আসে।
তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিজয় কিবোর্ড লেআউট ব্যবহারে অভ্যস্ত। কিন্তু লিনাক্সে বিজয় ব্যবহারের উপায় নেই। তবে আপনি unijoy লেআউটটি ব্যবহার করতে পারেন। যেটি একুশের তৈরী।
|
Read more...
|
|
| << Start < Prev 1 2 Next > End >>
| Results 10 - 14 of 14 |
|
|
|